গরমে শুধু মানুষ নয়, কষ্ট হয় পোষ্যেরও। বিশেষত বেশি লোমওয়ালা সারমেয়দের কষ্টের শেষ থাকে না। কুকুরের কিন্তু মানুষের মতো ঘাম হয় না। খেয়াল করলে দেখবেন, কুকুর জিভ বার করে রাখে বেশির ভাগ সময়েই। আসলে এ ভাবেই শরীর ঠান্ডা রাখে কুকুর।
তবে গরম বেশি পড়লে, এই উপায়ে শরীর পুরোপুরি ঠান্ডা হয় না। পোষ্যেরাও ঠান্ডা জায়গা, স্বস্তি খোঁজে। আর সে কাজেই সাহায্য করতে পারে ‘কুলিং ম্যাট’ বা ঠান্ডা বিছানা। সারমেয়র জন্য অনলাইনেই এখন বিভিন্ন দামের এবং মানের বিছানা পাওয়া যায়।
কী এর বিশেষত্ব?
কুলিং ম্যাট বিভিন্ন ধরনের হয়। এর কাজই হল কুকুরের শরীরের তাপমাত্রা শোষণ করে পরিবেশে ছড়িয়ে দেওয়া। গরমের দিনে অত্যন্ত স্বস্তিদায়ক এই বিছানা। বাতানুকূল যন্ত্র চললে ঘর এমনিতে ঠান্ডা থাকে। কিন্তু সর্ব ক্ষণ এসি চালানো সম্ভব নয়। সেই সময় কাজে আসতে পারে বিছানাটি।
ঠান্ডা বিছানার রকমফের
জেল বেস্ড কুলিং ম্যাট: এই ধরনের বিছানাটি জেলের মতো উপাদান দিয়ে তৈরি হয়। মূল উপকরণ থাকে জল। তার সঙ্গে থাকে অ্যালজিনিক অ্যাসিড, পলিঅ্যাক্রিলামাইডের মতো উপকরণ। এ রকম বিছানায় শুলে সারমেয়র শরীরের তাপমাত্রা বিছানার ভিতরে থাকা জেলের মধ্যে স্থানান্তরিত হয়। তবে বিছানাটি গরম হয়ে যায় না। ফলে সারমেয় স্বস্তিতে সেখাতে শুতে, বসতে পারে।
আরও পড়ুন:
ওয়াটার বেস্ড কুলিং ম্যাট: এই ধরনের বিছানায় কয়েকটি স্তর থাকে। মাঝের অংশে ব্যবহার করা হয় জল। উপরের স্তরটি পোষ্যের জন্য আরামদায়ক হয়। আর একদম নীচের স্তরে জলনিরোধী হয়, যাতে মাঝের অংশের জল না বেরিয়ে যায়। এই ধরনের বিছানায় শুলে সারমেয়র দেহের তাপ শোষণ করে নেয় এই বিছানা। বিছানার উপরিস্তরটি এমন ভাবে তৈরি, যেখান থেকে জল বাষ্পীভূত হতে পারে। ফলে বিছানাটি ঠান্ডা থাকে। এই ধরনের ম্যাট ঠান্ডা জায়গায় বা ফ্রিজে রাখার দরকার হয়।
এয়ার বেস্ড কুলিং ম্যাট: এই ধরনের বিছানা একটু ফোলা হয়। বাতাস চলাচল করতে পারে, এমন কৌশলে এটি তৈরি।
উপকারিতা
এই ধরনের বিছানা সারমেয়র শরীর অতিরিক্ত গরম হতে দেয় না।
গরমে শীতল বিছানা অত্যন্ত আরামদায়ক।
অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। আরও অনেক রকম সমমস্যা হতে পারে কুকুরের। ফলে কুলিং ম্যাট শুধু স্বস্তিই দেয় না, গরমে সারমেয়কে সুস্থ রাখতেও সাহায্য করে। এই ম্যাটগুলি হালকা। সহজে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়।
কেনার আগে মনে রাখা দরকার?
সারমেয়র প্রজাতি অনুযায়ী সে কতটা লম্বা-চওড়া হতে পারে, সেই মাপ বুঝে বিছানা কেনা জরুরি।
যদি ম্যাট নিয়ে অন্যত্র যেতে চান, তা হলে হালকা ভাঁজ করা যায়, এমন জিনিস কেনা ভাল।
অভ্যাস করাবেন কী ভাবে?
শুরুতেই যে সারমেয় সেই বিছানায় যেতে চাইবে তেমন না-ও হতে পারে। বিছানায় তার পছন্দের খেলনা, খাবার দিয়ে তাকে সেখানে শোয়া বা বসার ব্যাপারে অভ্যস্ত করে তুলতে পারেন।