২৩ মে বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব। কথিত আছে, বৈশাখ মাসের এই দিনটিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। শুধু তা-ই নয়, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনেই তিনি বোধিলাভ করেন। এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দে এ দিনেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্যে দিয়েই জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়।
বুদ্ধপূর্ণিমার দিনে বিভিন্ন বৌদ্ধমন্দিরে উদ্যাপন হয়। বৌদ্ধেরা বুদ্ধের আরাধনা করেন। অষ্টশীল, সূত্ত পাঠ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ দিন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৌদ্ধমন্দির, গুম্ফাগুলিতে বুদ্ধের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনাসভার আয়োজনও করা হয়। সে সবের সাক্ষী থাকতে হলে বাড়ি বসে থাকলে চলবে না। বুদ্ধপূর্ণিমার উদ্যাপনে শামিল হতে কোন ঠিকানাগুলিতে না গেলে জীবনে একটা বড় অপ্রাপ্তি থেকে যাবে?