সুখী গৃহকোণ। এই মুহূর্তে সবচেয়ে বেশি সুখ ভিড় করেছে নিশিথ সূর্যের দেশ নরওয়েতে। দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭-র তেমনটাই দাবি। ২০ মার্চ বিশ্ব সুখী দিবসে এ বারও রাষ্ট্রপুঞ্জ এই তালিকা প্রকাশ করল। তালিকায় এ বারও ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার তুলনায় ভাল জায়গায় আছে পাকিস্তান।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৩:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
নরওয়ে- এই দেশের নাগরিকরাই এখন বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী। নরওয়ের স্কোর ৭.৫৩৭।
০২২০
ডেনমার্ক - তিন বছর ধরে এই দেশ সুখের তালিকায় এক নম্বর ছিল। এ বারে এক থেকে দুই-এ নেমেছে ডেনমার্ক। স্কোর ৭.৫২২।
০৩২০
আইসল্যান্ড- ৭.৫০৪ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড।
০৪২০
সুইত্জারল্যান্ড- ৪ নম্বরে সুইত্জারল্যান্ড। তার স্কোর ৭.৪৯৪।
০৫২০
ফিনল্যান্ড- ৭.৪৬৯ স্কোর করে সুখের তালিকায় ৫ নম্বরে ফিনল্যান্ড।
০৬২০
নেদারল্যান্ডস- নেদারল্যান্ডস আছে ৬ নম্বরে। স্কোর ৭.৩৭৭।
০৭২০
কানাডা- ৭.৩১৬ স্কোর করে কানাডা রয়েছে ৭ নম্বরে।
০৮২০
নিউজিল্যান্ড- ৮ নম্বরে নিউজিল্যান্ড রয়েছে। সেই দেশের স্কোর ৭.৩১৪।
০৯২০
অস্ট্রেলিয়া- ৭.২৮৪ স্কোর করে অস্ট্রেলিয়া সেরা দশ তালিকায় ৯ নম্বর স্থানে রয়েছে।
১০২০
সুইডেন- সুইডেন রয়েছে ১০ নম্বরে। তার স্কোর ৭.২৮৪।
১১২০
ইজরায়েল- মধ্য এশিয়ার এক মাত্র দেশ সুখের তালিকায় বেশ ভাল জায়গায়। ১১ নম্বরে রয়েছে ইজরায়েল। স্কোর ৭.২১৪।
১২২০
মার্কিন যুক্তরাষ্ট্র- গত বারের থেকে এক ধাপ নীচে নেমে গিয়ে ১৪ নম্বরে জায়গা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার স্কোর ৬.৯৯৩।
পাকিস্তান- চিনের ঠিক পরেই পাকিস্তানের জায়গা। ৫.২৬৯ স্কোর করে ৮০ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান।
১৫২০
নেপাল- ৪.৯৬২ স্কোর করে নেপাল রয়েছে ৯৯তম স্থানে।
১৬২০
বাংলাদেশ- বাংলাদেশ ভারতের থেকে ১২ নম্বর উপরে রয়েছে সুখের তালিকায়। ৪.৬০৮ স্কোর করে ১১০ নম্বর স্থানে বাংলাদেশ।
১৭২০
শ্রীলঙ্কা- ৪.৪৪০ স্কোর শ্রীলঙ্কা রয়েছে ১২০ তম স্থানে।
১৮২০
ভারত- প্রতিবেশী দেশগুলির থেকে ভারত অনেক পিছিয়ে সুখের তালিকায়। ১২২ নম্বর স্থানে রয়েছে ভারত। স্কোর ৪.৩১৫।
১৯২০
সিরিয়া- সবচেয়ে দুঃখী দেশের তালিকায় জাস্ট ৩ সিড়ি উপরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া (১৫২)। তার স্কোর ৩.৪৬২।
২০২০
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র- এই দেশের থেকে আর দুঃখী দেশ নেই এই মুহূর্তে। এমনই রিপোর্ট বলছে। আফ্রিকার এই দেশ (১৫৫) তালিকায় সবচেয়ে নীচে রয়েছে। স্কোর ২.৬৯৩। এর ঠিক উপরের দুই দেশও আফ্রিকার। ১৫৩ নম্বরের তানজানিয়া। ১৫৪ নম্বরে বুরুন্ডি।