নলেন গুড়ের সুঘ্রাণ জানান দেয় অবশেষে শীতবাবু হাজির হয়েছেন আমাদের মধ্যে। নলেন গুড়ের রসগোল্লা, পায়েস, মোয়া, পাটিসাপ্টা ইত্যাদি হল বাঙালির শীতের সিগনেচার ডিশ। সঙ্গে কেক তো রয়েছে। এছাড়াও অনেকেই বাড়িতে নিত্য নতুন মিষ্টির রেসিপি বানান। আসলে শেষ পাতে মিষ্টি না হলে ঠিক জমে না। যে কোন শুভ মুহূর্তে মিষ্টির উপস্থিতি কিন্তু আবশ্যিক। নতুন বছরের শুরুতে মিষ্টিমুখ তো করতেই হবে। কিন্তু তা যদি হয় একটু ছক ভাঙা! এ শহরেই আপনি আস্বাদ নিতে পারবেন সেই সমস্ত পদের। সেরকম কিছু ডেসার্টের সন্ধান দিলেন এই মুহূর্তের জনপ্রিয় ফুড ব্লগার তন্ময় বসাক (অ্যাডমিন- মাঞ্চিং মঙ্কস)। ছবি সৌজন্যে- তন্ময় বসাক।
গ্রিন টি অপেরা কেক: গ্রিন টি’য়ের উপকারিতা আমরা প্রায় সকলেই জানি। কিন্তু গ্রিন টি দিয়ে বানানো কেক খেয়েছেন কি আগে? আদতে এটি একটি জাপানিস ডেসার্ট। আর জাপানের গ্রিন টি’য়ের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওষধি উপাদান। এই সুস্বাদু ডেসার্টটি খেতে চাইলে আপনার গন্তব্য হোক কলকাতা বিমানবন্দরের সন্নিকটে, হোটেল হলিডে ইন্ন।