Mom Makes Daughter Beautiful Dress From Father's Shirt dgtl
clothes for children
বাবার পুরনো শার্ট দিয়েই মেয়েকে সুন্দর জামা বানিয়ে দেন এই মা
ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। স্টেফানি মিলারের রিফ্যাশনিং এই কথাটির সার্থকতাই জানান দেয়। স্বামীর পুরনো শার্ট দিয়ে দুই মেয়ের জন্য ড্রেস তৈরি করাই স্টেফানির প্যাশন। নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে সেই সব ছবি পোস্ট করেছেন স্টেফানি। তাঁর প্রোফাইল থেকে রইল নমুনা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ১৫:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। স্টেফানি মিলারের রিফ্যাশনিং এই কথাটির সার্থকতাই জানান দেয়। স্বামীর পুরনো শার্ট দিয়ে দুই মেয়ের জন্য ড্রেস তৈরি করাই স্টেফানির প্যাশন। নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে সেই সব ছবি পোস্ট করেছেন স্টেফানি। তাঁর প্রোফাইল থেকে রইল নমুনা।
০২০৮
শার্ট দিয়ে নিজের মেয়েদের জন্য ড্রেস বানানোই এখন স্টেফানির প্যাশন।
০৩০৮
ম্যাড়ম্যাড়ে দেখতে এই শার্ট দিয়ে বাচ্চাদের পোশাক বানানো যায় ভাবতে পারতেন? স্টেফানি তা দিয়েও বানিয়ে ফেলেছেন সুন্দর রম্পার্স।
০৪০৮
মেয়ের বায়না ছিল বাবার এই শার্টটা দিয়ে জামা বানিয়ে দিতে হবে। আবদার মেনে মা বানিয়ে দিলেন সুন্দর রম্পার্স।
০৫০৮
ক্রিসমাসে স্বামীর জন্য এই চেক শার্টটি কিনেছিলেন স্টেফানি। কিন্তু প্রথম বার কাচাতেই ছোট হয়ে যায়। দুঃখ না করে মেয়ের জন্য সুন্দর ফ্রক বানিয়ে ফেলেন স্টেফানি।
০৬০৮
পিঙ্ক মানেই বাচ্চাদের প্রিয় রং। সকালে মেয়েকে ঘুম থেকে তুলে এই ড্রেস দিয়ে সারপ্রাইজ দিয়েছিলেন মা।
০৭০৮
সাদা শার্ট তো সকলের বাড়িতেই থাকে। স্টেফানির থেকে আইডিয়া নিয়ে আপনিও ছোট্ট মেয়ের জন্য বানাতে পারেন সুন্দর কোনও ফ্রক।
০৮০৮
সাদার উপর গোলাপি স্ট্রাইপ দেওয়া এই শার্ট থেকে স্টেফানি মেয়েকে বানিয়ে দিয়েছেন সুন্দর এই ড্রেস।