Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lifestyle News

তাড়াতাড়ি ভূঁড়ি কমাতে রোজকার অভ্যাসে এই ১০ পরিবর্তন করুন

অনেক চেষ্টা করছেন তাও কিছুটেই ভুূড়ি কমাতে পারছেন না? ডায়েটে থেকে কিছুটা ওজন কমিয়েছেন কিন্তু ভূঁড়িটা কিছুতেই কমছে না?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১৪:৩৪
Share: Save:
০১ ১০
খাবার থেকে চিনি বাদ দিন। দুধ, চা কোনও কিছুতেই চিনি মেশাবেন না। মিষ্টি খাবার থেকে সম্পূর্ণ বাদ।

খাবার থেকে চিনি বাদ দিন। দুধ, চা কোনও কিছুতেই চিনি মেশাবেন না। মিষ্টি খাবার থেকে সম্পূর্ণ বাদ।

০২ ১০
প্রতি দিন অন্তত ১২ মিনিট এক্সারসাইজ করুন। ব্রিদিং এক্সারসাইজ, কার্ডিও করুন যাতে পেটের পেশীতে টান পড়ে ও ঘাম ঝরে।

প্রতি দিন অন্তত ১২ মিনিট এক্সারসাইজ করুন। ব্রিদিং এক্সারসাইজ, কার্ডিও করুন যাতে পেটের পেশীতে টান পড়ে ও ঘাম ঝরে।

০৩ ১০
ঘুম থেকে উঠে পুষ্টিকর ও ফাইবার যুক্ত গ্রিন জুস পান করুন।

ঘুম থেকে উঠে পুষ্টিকর ও ফাইবার যুক্ত গ্রিন জুস পান করুন।

০৪ ১০
যদি আপনার সারা দিন অফিসে বসে কাজ হয় তাহলে অলস হয়ে পড়বেন না। প্রতি ৩০ মিনিট অন্তর হেঁটে আসুন।

যদি আপনার সারা দিন অফিসে বসে কাজ হয় তাহলে অলস হয়ে পড়বেন না। প্রতি ৩০ মিনিট অন্তর হেঁটে আসুন।

০৭ ১০
লাঞ্চ ও ডিনারের পর হাঁটতে যান। ৩০ মিনিট হাঁটুন।

লাঞ্চ ও ডিনারের পর হাঁটতে যান। ৩০ মিনিট হাঁটুন।

০৮ ১০
দুধ ও দুগ্ধজাত খাবার বাদ দিন ডায়েট থেকে। এতে ফ্যাট যেমন থাকে তেমনই গুরুপাক হওয়ার কারণে হজমের সমস্যা হয়। ফলে পেট ফাঁপে।

দুধ ও দুগ্ধজাত খাবার বাদ দিন ডায়েট থেকে। এতে ফ্যাট যেমন থাকে তেমনই গুরুপাক হওয়ার কারণে হজমের সমস্যা হয়। ফলে পেট ফাঁপে।

০৯ ১০
ডিনারে ভেজিটেবল স্যুপ খান। এতে জল থাকার কারণে পেট ভরা লাগে। খিদে কমে।<br> এর মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, ফাইবার পুষ্টি জোগায় ও মেদ ঝরাতে সাহায্য করে।

ডিনারে ভেজিটেবল স্যুপ খান। এতে জল থাকার কারণে পেট ভরা লাগে। খিদে কমে।<br> এর মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, ফাইবার পুষ্টি জোগায় ও মেদ ঝরাতে সাহায্য করে।

১০ ১০
অন্য কাজ করতে করতে খাবেন না। খাওয়ার সময় টিভি দেখা, ফোনে কাজ করা থেকে বিরত থাকুন।<br> মন দিয়ে খান। খাবারের স্বাদ, গন্ধ উপভোগ করুন। এতে হজম ভাল হবে। আর মেটাবলিজম ভাল হলে ওজনও বশে থাকবে।

অন্য কাজ করতে করতে খাবেন না। খাওয়ার সময় টিভি দেখা, ফোনে কাজ করা থেকে বিরত থাকুন।<br> মন দিয়ে খান। খাবারের স্বাদ, গন্ধ উপভোগ করুন। এতে হজম ভাল হবে। আর মেটাবলিজম ভাল হলে ওজনও বশে থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE