ইমেল করার সময় তাড়াহুড়ো করবেন না। সুস্থির মস্তিষ্কে টাইপ করুন। পাঠানোর আগে অবশ্য একবার সবটা দেখে নেবেন। কোনও টাইপো বা বানান যেন ভুল না থাকে। কিংবা অনেক সময়ই আমরা সময় বাঁচাতে কোনও শব্দ ছোট করে লিখে ফেলি। যেমন এস-ও-আর-আর-ওয়াই (সরি) পরিবর্তে লিখে থাকি এস-আর-ওয়াই। টি-এইচ-অ্যা-এন-কে-এস (থ্যাঙ্কস) বদলে লিখে থাকি টি-এইচ-কে-এস। কিন্তু জানেন কি আপনার এই আচরণ আপনার অলসতার পরিচয়। আপনি হয়তো তা মনে করেন না। কিন্তু বসের কাছে আপনার সম্বন্ধে এমনই বার্তা পৌঁছবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy