অবাঞ্ছিত নোটিফিকেশন বন্ধ করতে সাহায্য করবে গুগ্ল ক্রোম। ছবি: ফ্রিপিক।
ফোনে, ল্যাপটপে দিনভর অবাঞ্ছিত নোটিফিকেশনের জ্বালায় অস্থির? ইন্টারনেটে কোনও ওয়েবসাইট খুললেই সেখান থেকে নোটিফিকেশন আসতে শুরু করে। আবার অ্যান্ড্রয়েড ফোনে সারা দিনই কোনও না কোনও সাইট থেকে গুচ্ছ গুচ্ছ নোটিফিকেশন আসে। প্রতিটি ধরে ধরে মোছা সম্ভব নয়। কোনও জরুরি কাজের সময়ে এমন নোটিফিকেশন আসতে শুরু করলে, মনোযোগেরও ব্যাঘাত ঘটে। তা হলে উপায় কী? গুগ্ল ক্রোমে এমন কিছু সুরক্ষা ব্যবস্থা থাকে, যা জানা থাকলে অপছন্দের নোটিফিকেশনগুলি বন্ধ করতে পারবেন সহজেই।
নোটিফিকেশন বন্ধ করার উপায় কী?
১) ফোনে অথবা কম্পিউটার চালু করে গুগ্ল ক্রোমে যান।
২) উপরে ডান দিকে তিনটি ডট চিহ্নতে ক্লিক করে সেটিংস অপশনে যান।
৩) সেখানে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’তে গিয়ে ‘সাইট সেটিংস’ অপশনে ক্লিক করুন।
৪) নোটিফিকেশনের অপশন খুলে যাবে। সেখানে গিয়ে নির্দিষ্ট কোনও সাইট থেকে আসা নোটিফিকেশন বন্ধ করতে হলে সেখানে ঢুকে ‘ব্লক’ করে দিন।
অজানা ওয়েবসাইট থেকে আসা নোটিফিকেশনে ক্লিক করে ফেলেছেন?
অনেক সময়ে তাড়াহুড়োতে অজানা বা অচেনা কোনও ওয়েবসাইট থেকে আসা নোটিফিকেশনে ক্লিক হয়ে যায়। তেমন কিছু হলে, সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট উইন্ডো বা ট্যাব বন্ধ করে দিন।
ব্রাউজ়ারে সমস্ত ক্যাশে পরিষ্কার করতে হবে।
যদি অ্যান্টিভাইরাস থাকে তা হলে খুব ভাল। চটজলদি স্ক্যান করে নিন। ম্যালওয়ার বা ভাইরাস থাকলে ধরা পড়বে।
সম্ভব হলে গুগ্ল অ্যাকাউন্টের সমস্ত পাসওয়ার্ড বদলে দিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy