চৈত্রেই তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। বৈশাখে, জ্যৈষ্ঠে কী হবে, ভেবেই ভীত প্রায় সকলে। তবে গরমের মোকাবিলায় প্রস্তুতি জরুরি। বিশ্ব উষ্ণায়নের জেরে পরিবেশে বদল আসছে। প্রতি বছরই যে ভাবে গরমে তাপমাত্রার পারদ চড়ছে, তাতে এসি বা এয়ার কুলার ছাড়া টেকা দায়।
এমনিতে পশ্চিমবঙ্গে কলকাতা এবং শহরতলিতে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এয়ার কুলার বিশেষ কার্যকর হয় না। তবে দামের দিকে দিয়ে বিচার করে, এসির তুলনায় সস্তা হওয়ায় অনেকে গরমে একটু স্বস্তির আশায় এয়ার কুলার ঘরে আনেন।
গরম ফুরোলে যন্ত্র পড়ে থাকে ঘরের এক কোণে। জমতে থাকে ধুলো-ময়লা। আবার তার দরকার হয় চৈত্র শেষে। এয়ার কুলার তো ব্যবহার করবেন, গরমের আগে সেটি ঝাড়পোঁছ, পরিষ্কার করার কথা ভেবেছেন কি!
আরও পড়ুন:
কেন এয়ার কুলার পরিষ্কার করা জরুরি?
এয়ার কুলারে ধুলো-ময়লা জমে থাকলে তা শ্বাসকষ্টের কারণ হতে পারে। ঘর ঠান্ডা হতেও এতে সময় বেশি লাগে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলছেন, ‘‘এয়ার কুলারের জল রাখার প্রকোষ্ঠ নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার না হলে ব্যাক্টেরিয়া, ছত্রাক বাসা বাঁধতে পারে। তা থেকে নানা রকম রোগ ছড়াতে পারে। তা ছাড়া কুলারে জমে থাকা ধুলোতেও ক্ষতি হতে পারে স্বাস্থ্যের।’’ চিকিৎসকেরা বলছেন, এসি হোক বা কুলার, ব্যবহারের আগে তা খুব ভাল করে পরিষ্কার করা জরুরি। তা ছাড়া গরমের মরসুম চলাকালীনও কয়েক দিন অন্তর এয়ার কুলার পরিষ্কার করা স্বাস্থ্যের জন্যই জরুরি। শুধু স্বাস্থ্যের জন্যই নয়, যন্ত্রে ধুলো জমে থাকলে ঠান্ডা হাওয়া ঠিকমতো মিলবে না। ঘর দ্রুত শীতল হবে না।
কী ভাবে বাড়িতে পরিষ্কার করবেন এয়ার কুলার?
জল রাখার জায়গা: এয়ার কুলারে ঘর ঠান্ডা রাখার জন্য নির্দিষ্ট প্রকোষ্ঠে বরফ বা বরফ শীতল জল দিতে হয়। সেই জলই যন্ত্র ঘরে ছড়িয়ে তাপমাত্রা কমায়। যে অংশটিতে জল রাখা হয়, সেখানে ধুলো, ময়লা জমলে ব্যাক্টেরিয়া, ছত্রাকের বাড়বাড়ন্ত হতে পারে। তাই জল রাখার জায়গাটি সাবান দিয়ে বা কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন। এটা জরুরি।
হানিকম্ব প্যাড: এয়ার কুলারে মোটা মৌচাকের মতো দেখতে প্যাড থাকে। যেটি ঘর ঠান্ডা করতে সাহায্য করে। এই জিনিসটিতে প্রচুর ধুলো-ময়লা জমে। প্রথমেই জিনিসটি জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। তার পর স্পঞ্জ বা নরম কিছু দিয়ে সাবান জল ব্যবহার করে সাবধানে সেটি পরিষ্কার করে নিন।
ফ্যান, মোটর: পাখার ব্লেড, যন্ত্রাংশ পরিষ্কার করতে হবে। তবে এ ক্ষেত্রে সাবধানতা জরুরি। এয়ার কুলার পরিষ্কারের সময় অতি অবশ্যই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। কুলারের বাইরের এবং ভিতরের অংশ পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত যন্ত্র চালানো উচিত নয়।
কুলারের বাইরের অংশ: এয়ার কুলারের বাইরের অংশটিও পরিষ্কার করা প্রয়োজন। নরম কাপড় দিয়ে প্রথমে ধুলো পরিষ্কার করে নিন। প্লাস্টিক দিয়ে কুলারের বাইরের অংশ তৈরি হলে স্বচ্ছন্দে সাবান জল ব্যবহার করে তা পরিষ্কার করতে পারেন। তার পর পরিষ্কার কাপড় দিয়ে যন্ত্রের গা মুছে নিন।
নিজেরা করলে যদি এয়ার কুলারের সমস্ত অংশ ঠিক ভাবে পরিষ্কার না হয়, পেশাদার কারও সাহায্য নিন।