Advertisement
০৫ নভেম্বর ২০২৪
aadhaar

এল আধারের বিকল্প, ভিআইডি দিয়েই সারুন সব কাজ

সরকারি যে কোনও পরিষেবা পেতে এ বার আর আধার বাধ্যতামূলক নয়। এল বিকল্প ভিআইডি।

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ।

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১৫:১৫
Share: Save:

এসে গেল আধার নম্বরের বিকল্প। ব্যাঙ্কের কাজ হোক অথবা মোবাইলের সিম— সরকারি যে কোনও পরিষেবা পেতে এ বার আর আধার নম্বর জানানো বাধ্যতামূলক নয়। তার পরিবর্তে ১৬ সংখ্যার একটি ভার্চুয়াল আইডি চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে তৈরি করতে হবে এই আইডি।

তা বলে আধারের গুরুত্ব কমছে না। কারণ আধার কার্ড থাকলে তবেই মিলবে এই পরিষেবা। ব্যাঙ্কে জমা দেওয়া নথি পরিমার্জন করতেও এই আইডি ব্যবহার করা যাবে। আধার নম্বর ছাড়া যে সব কাজ হতই না, এ বার থেকে সে সব কাজে বৈধতা পাবে এই আইডি। ইউআইডিএআই আপাতত পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করলেও আগামি সেপ্টেম্বর থেকেই স্থায়ী ভাবে শুরু হবে এই ব্যবস্থা।

দীর্ঘ দিন ধরেই আধার কার্ডে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে মানুষের ক্ষোভ জন্মাচ্ছিল। অনেকেই বায়োমেট্রিক্স তথ্য, ব্যাঙ্ক বা মোবাইল কোম্পানিকে জানাতে দ্বিধাগ্রস্ত ছিলেন। তবু ২০১৬-য় আধার আইন দেশে চালু হওয়ার পর থেকে উপায়ন্তর না পেয়ে আধার নম্বর জানাতে বাধ্য থাকতেন গ্রাহক। সেই অস্বস্তি কাটাতেই এই ব্যবস্থা বলে ইউআইডিএআই সূত্রে খবর। এই ব্যবস্থা চালু করায় এ বার গ্রাহকের সব তথ্য পৌঁছবে না পরিষেবাকারীর কাছে। কেবল প্রয়োজনীয় তথ্যটুকুই পাবে তারা। কমবে প্রতারণার সুযোগ।

এক জন গ্রাহক দরকারে একাধিক ভার্চুয়াল আইডি তৈরি করতেই পারেন। সে ক্ষেত্রে আগের আইডি নম্বরটি নিজে থেকেই বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন: বর্ষায় ঘর-বাড়ির যত্ন নিয়ে চিন্তায়? রইল উপায়

এই বর্ষায় বেড়িয়ে আসুন মাউন্ট আবু, কেন জানেন?

কী করে তৈরি করবেন VID

প্রথমেই ইউআইডিএআই-এর ওয়েবসাইটে যান। আধার সার্ভিসেস অপশনের মধ্যেই পাবেন ‘জেনারেট ভিআইডি’। সেখানে ক্লিক করুন। এ বার ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে সাবমিট করুন। মোবাইলে আসবে একটি ওটিপি। ওটিপি-টি ইউআইডিএআই-এর ওয়েবসাইটে লিখলেই মিলবে ভিআইডি নম্বর। এসএমএস পেয়ে যাবেন সঙ্গে সঙ্গেই। নম্বর ভুললেও চিন্তা নেই। একই উপায়ে একাধিক বার তৈরি করতে পারবেন এটি।

অন্য বিষয়গুলি:

Aadhaar আধার VID UIDAI Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE