Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Mobile Charging Tips

ঝড়ের সময় মোবাইল সচল রাখা জরুরি, ৫ কৌশলে কম সময়ে ফোনে ১০০ শতাংশ চার্জ দিয়ে রাখুন

যদি চান কয়েক মুহূর্তে ১০০ শতাংশ চার্জ হোক ফোনে, তা হলে মেনে চলুন কয়েকটি বিষয়।

চার্জ হোক তাড়াতাড়ি।

চার্জ হোক তাড়াতাড়ি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৫:৩৩
Share: Save:

বিপর্যয় জীবনের হোক কিংবা প্রাকৃতিক, যে কোনও পরিস্থিতিতে মোবাইল সচল থাকা জরুরি। তা হলে অনেক সমস‍্যার মোকাবিলা করা সহজ হয়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাতেই হানা দেবে ঘূর্ণিঝড় 'দানা'। ঝড়ের সময় বিদ‍্যুৎ চলে যাওয়ার ঘোর সম্ভাবনা। তাই ফোনে আগে থেকেই চার্জ দিয়ে রাখা জরুরি। ব‍্যাটারি নতুন হলেও ফোনে চার্জ হতে বেশ সময় লাগে। যদি চান কয়েক মুহূর্তে ১০০ শতাংশ চার্জ হোক ফোনে, তা হলে মেনে চলুন কয়েকটি বিষয়।

১) দ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোনটা আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।

২) মোবাইলে চলতে থাকা অ্যাপগুলির জন্যও অনেক সময়ে খুব ধীরে চার্জ হয়। চার্জ দিতে যাওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন।

৩) তাই চার্জ কম থাকলে, চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পর্দার ব্রাইটনেস একদম কমিয়ে দিন।

৪) চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টারনেট চালু থাকে, তা হলে কিন্তু খুব ধীর গতিতে চার্জ হয়। তাই ইন্টারনেট বন্ধ রাখুন।

৫) যদি খুব প্রয়োজন না থাকে তা হলে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন, এতে বেশ তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে।

অন্য বিষয়গুলি:

mobile Charges
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE