Advertisement
২১ নভেম্বর ২০২৪
Hair tips

Viral: কম খরচে টাক ঢাকার অভিনব কৌশল, নেটমাধ্যমে চমক টিকটক শিল্পীর

টাক নিয়ে কম নাকাল হন না বহু পুরুষ। টাক ঢাকতে ওষুধ, হরমোন থেরাপি, মাথায় চুল বোনা থেকে শুরু করে পরচুলা— কম ঝক্কি পোহান না অনেকে।

টাক ঢাকার অদ্ভুত কৌশল শেখালেন টিকটক শিল্পী।

টাক ঢাকার অদ্ভুত কৌশল শেখালেন টিকটক শিল্পী। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১১:০০
Share: Save:

বয়স বাড়লে ত্বকে যেমন ভাঁজ পড়তে শুরু করে, তেমনই কমতে থাকে চুলের ঘনত্ব। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। বাংলায় যাকে বলে টাক পড়া।

টাক নিয়ে কম নাকাল হন না বহু পুরুষ। টাক ঢাকতে ওষুধ, হরমোন থেরাপি, মাথায় চুল বোনা থেকে শুরু করে পরচুলা— কম ঝক্কি পোহান না অনেকে। কিন্তু এই সমস্যার সহজ সমাধান দিয়েছেন কেগস নামের এক টিকটক তারকা।

বহু বছর ধরেই টিকটকে আছেন কেগস। বাড়তে বাড়তে তাঁর অনুরাগীর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু অনুরাগী যত বেড়েছে অন্য দিকে কমেছে চুলের ঘনত্ব। তবে মজার কথা হল, অনুরাগীরা তা মোটেই টের পাননি। কারণ কেগস-এর কৌশল।

কোন কায়দায় টাক ঢাকেন তিনি? তারও ভিডিয়ো টিকটকে প্রকাশ করেছেন কেগস। খুব কম খরচে মিটে যায় তাঁর টাক ঢাকার কাজ। কী করেন তিনি?

• স্নানের পরেই ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেন তিনি।

• তার পরে মাথার যে যে জায়গায় চুলের ঘনত্ব কমছে, সেই সব জায়গা ত্বকে ব্যবহার করার কালো রঙের স্প্রে দিয়ে ঢেকে দেন।

• এ বার হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল টেনে টেনে ঢেকে দেন টাকের অংশগুলি।

• এর পরে হেয়ার জেল মাখিয়ে দেন মাথায়। তাতে চুলে ফুলে থাকে আর ঘন বলে মনে হয়।

• শেষ ধাপে তিনি হেয়ার স্প্রে করে নেন মাথায়। তাতে চুলে জেল্লা আসে।

(বাঁদিকে) কেগস-এর চুলের প্রকৃত অবস্থা। (ডানদিকে) টাক ঢাকার পড়ে।

(বাঁদিকে) কেগস-এর চুলের প্রকৃত অবস্থা। (ডানদিকে) টাক ঢাকার পড়ে।

টাক ঢাকার এই সহজ প্রক্রিয়ায় রীতিমতো বিস্মিত কেগস-এর অনুগামীরা। বিস্ময়ের অন্য একটা বড় কারণ এটাও যে, এত বছর ধরে তাঁরা বুঝতেই পারেননি চুলের ঘনত্ব কমে যাচ্ছে এই টিকটক-তরকার। ভিডিয়োটিকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। ভিডিয়োটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল নেটমাধ্যমে।

অন্য বিষয়গুলি:

Tiktok Bald Look TikTok Star Hair tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy