Headphones DIY Ideas: Five Ways to Wrap Your Headphones Without Damaging dgtl
ভাল থাকুক হেডফোন, জেনে নিন টিপস
হেডফোন আমাদের সব সময়ের সঙ্গী। কিন্তু অনেকেই জানেন না কী ভাবে তা ব্যবহার করতে হয়। আর এই কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হেডফোন।দেখে নিন কী ভাবে যত্ন নেবেন হেডফোনের।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ১২:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন।
০২০৫
ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই প্যাক করা উচিত নয় হেডফোন। এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।
০৩০৫
যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন।
০৪০৫
ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন।
০৫০৫
অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।