ভারতীয় কোম্পানি রিংগিং বেলস প্রাইভেট লিমিটেড এনে ফেলল মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন। কি, দাম শুনে মাথা ঘুরছে? ঘোরাটাই স্বাভাবিক। এক কেজি খাসির মাংসের থেকেও দাম কম! তাই জেনে নিন ২৫১ টাকার ফোন সম্বন্ধে কিছু তথ্য।
১) রংগিং কোম্পানি এই মোবাইলটির নাম দিয়েছে ‘ফ্রিডম ২৫১’। মনে করা হচ্ছে, পৃথিবীর সবথেকে কম দামী ফোন হতে চলেছে ‘ফ্রিডম ২৫১’।
২) সূত্রের খবর, ফোনটিতে রয়েছে, ৪ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগা হার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩.২ রেয়ার ক্যামেরা, ০.৩ ফ্রন্ট ক্যামেরা এবং ১৪৫০ এমএএইচ ব্যাটারি।
৩) বুধবার দিল্লির এই কোম্পানি লঞ্চ করেছে ফ্রিডম ২৫১। মোবাইল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পর্রীকর, ডঃ মুরলি মনোহর জোশী।
৪) সূত্রের খবর, অনেকটাই ‘সরকারি সাহয্যে’ তৈরি করা হয়েছে এই ফ্রিডম ২৫১।
অনেকেই মনে করছেন, মোদীর মেক ইন ইন্ডিয়া স্লোগানের সাফল্য প্রচারে বড় হাতিযার হবে এই আড়াইশো টাকার স্মার্টফোন। তবে অন্য আশঙ্কাও আছে। বিগত সরকারের সস্তার ‘আকাশ টেবলেট’ প্রচারে যত গর্জেছিল, সাফল্যে ততটা বর্ষায়নি। এ ক্ষেত্রেও তেমনটা হবে না তো!
আরও খবর- মোবাইল জলে পড়ে গেলে এই বুদ্ধিগুলি কাজে লাগান
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy