ছবি : সংগৃহীত।
ঝকঝকে দুই গালে উষ্ণ রঙের ছোঁয়া। ওই টুকুই অনেকখানি বদলে দেয় মুখের মেক আপ।ব্লাশ অন এমনই জিনিস। কিন্তু কোন রং মুখে মানাবে তা নিয়ে দ্বিধা কাটতে চায় না সহজে। গায়ের রঙের সঙ্গে মানাবে কি না, খারাপ লাগবে কি না— ব্লাশ অন কেনার আগে এমন নানা ভাবনা চলতে থাকে মাথায়। কোনও একটি ব্লাশ অন কেনার হলে কোন রংটি আপনাকে মানাবে বুঝবেন কী করে?
মেক আপ শিল্পীরা জানাচ্ছেন, মেক আপের দুনিয়ায় একটি ব্লাশের রং কখনওই পুরনো হয় না। সেটি হল ‘ন্যাচরাল পিঙ্ক’। তার কারণ, লালচে আভা আমাদের ত্বকে স্বাভাবিক নিয়মেই আসে বিভিন্ন পরিস্থিতিতে। কারও বেশি হাসলে গাল লাল হয়। কখনও কাঁদলে, কখনও লজ্জা পেলে। রং যেমনই হোক গাল লালচে হওয়া স্বাভাবিক। আর সেই স্বাভাবিক রং কখনওই গালে খারাপ লাগতে পারে না।
মেক আপ শিল্পীরা তাই জানাচ্ছেন, কেউ যদি একটিই ব্লাশের রং কিনতে চান, তবে নির্দ্বিধায় চোখ বন্ধ করে কিনে ফেলুন ন্যাচারাল পিঙ্ক বা স্বাভাবিক গোলাপি রং। তাতে যদি সামান্য উষ্ণ হলুদের ভাব থাকে তবে আরও ভাল। তাতে ওই রং আরও স্বাভাবিক দেখাবে।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মেক আপ শিল্পী শাদি মালেক জানাচ্ছেন ২০২৪ সালেও ওই রং ট্রেন্ডে থাকবে। ওই রং গালে থাকলে বয়সও কম দেখাবে বলে জানাচ্ছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy