বার বার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে বা আপনার ছবি ব্যবহার করে কেউ ‘ফেক অ্যাকাউন্ট’ খুলছে?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১১:১৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
এ বার থেকে অ্যাকাউন্ট ওপেনের জন্য বা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ‘ফেস রেকগনিশন টেকনোলজি’ আনতে চলেছে ফেসবুক।
০২০৬
বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ে পরীক্ষানিরীক্ষা চলেছে। এখানে কার্যকরী হলে তা সব ফেসবুক অ্যাকাউন্টেই কার্যকর করবে সংস্থা।
০৩০৬
‘ফেস স্ক্যান’ পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো যাবে বলে মনে করছে সংস্থা।
০৪০৬
‘ফেস স্ক্যান’ পদ্ধতি কার্যকর হলে অন্যের ছবি ব্যবহার করে ‘ফেক অ্যাকাউন্ট’ তৈরি করাও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।
০৫০৬
জানা গিয়েছে, গ্রাহকরা তাঁদের মুখের কাছে ফোনটিকে ধরলে ফেসবুক অ্যাপ তাঁদের মুখ স্ক্যান করে অ্যাকাউন্টে তাঁর ট্যাগ্ড ছবি বা ভিডিওর সঙ্গে কমপেয়ার করবে। মিলে গেলেই খুলে যাবে অ্যাকাউন্ট।
০৬০৬
‘ফেস রেকগনিশন টেকনোলজি’-র ব্যবহার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ফেসবুকে। গ্রাহকের অ্যাকাউন্টে আপলোড করা ট্যাগ্ড ছবির মাধ্যমে ‘অ্যাকাউন্ট অথিন্টিসিটি’ মাঝেমধ্যেই যাচাই করে নিচ্ছে ফেসবুক।