ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উন্নত পরিষেবা নিশ্চিত করতে ইউরোপে ডাক্তারদের একটা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যার পোশাকি নাম ইউরোপিয়ান ডিপ্লোমা ইন ইন্টেনসিভ কেয়ার মেডিসিন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে শুধু ইউরোপীয় দেশগুলিতেই নয়, পৃথিবীর যে কোনও জায়গায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ করার ছাড়পত্র মেলে। এত দিন পর্যন্ত যে কোনও দেশের ডাক্তারদের ইউরোপে গিয়েই ওই পরীক্ষায় বসতে হত। ফলে অর্থ এবং সময়-দু-ই ব্যয় হত প্রচুর। এই প্রথম এ দেশেও সেই ডিপ্লোমা পরীক্ষা নেওয়া শুরু হল। বুধবার কলকাতায় ১৫১ জন চিকিৎসক এই পরীক্ষায় বসেন। এই একই দিনে কলকাতা ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে আরও ছ’টি কেন্দ্রে এই পরীক্ষাটি হয়েছে।
কলকাতায় এই পরীক্ষার উদ্যোক্তা ইউরোপিয়ান সোসাইটি অফ ইন্টেনসিভ কেয়ার মেডিসিন এবং ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। পরীক্ষার কেন্দ্র অধিকর্তা, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, শুধু ভারতীয় ডাক্তাররা নন, এ দিন দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, ইংল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার চিকিৎসকরাও কলকাতার কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষায় বসার জন্য এমডি কিংবা এমএস ডিগ্রি এবং সঙ্গে
কোনও ইন্টেনসিভ কেয়ার ইউনিটে তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যিক। পরীক্ষার পরে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন উদ্যোক্তারা। সেখানে হাজির ছিলেন পরীক্ষা আয়োজক সৌরেন পাঁজা, তন্ময় বন্দ্যোপাধ্যায়, ইউরোপিয়ান সোসাইটি অফ ইন্টেনসিভ কেয়ার মেডিসিন-এর তরফে ফ্রান্টিসেক ডুসকা প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy