কী ভাবছেন, প্রতিবর্ত ক্রিয়ার ফলে চুমুর সময় আপনার চোখ বন্ধ হয়ে যায়? বিজ্ঞান কিন্তু তা বলছে না। গবেষকদের মতে, এই সময় মস্তিষ্কে ভাল লাগার অনুভব ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক একই সঙ্গে দু’টি কাজ ভাল করে করতে পারে না। তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়কে গুরুত্ব দিয়ে চোখকে বন্ধ হয়ে যাওয়ার নির্দেশ পাঠায় মস্তিষ্ক।