Choose the right color for your perfect Rose Day message dgtl
Rose Day
গোলাপের রংই বলে দেবে আপনার ‘বন্ধু’র অব্যক্ত ইচ্ছে
শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন’স উইক। আর এক সপ্তাহ পরেই ভ্যালেন্টাইন’স ডে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে। আজ উপহারে পাওয়া গোলাপের রঙেই লুকিয়ে রয়েছে আপনার বন্ধুটির মনের অব্যক্ত ইচ্ছেটি। জেনে নেওয়া যাক গোলাপের রঙের মানে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
আর এক সপ্তাহ পরেই ভ্যালেন্টাইন’স ডে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে। আজ উপহারে পাওয়া গোলাপের রঙেই লুকিয়ে রয়েছে আপনার বন্ধুটির মনের অব্যক্ত ইচ্ছেটি। জেনে নেওয়া যাক গোলাপের রঙের মানে।
০২০৭
লাল গোলাপ: সাহিত্যে প্রেমের প্রতীক হিসেবে বারবার লাল গোলাপের কথা উপহার হিসেবে উঠে এসেছে। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। তাই প্রেম নিবেদনের ক্ষেত্রে লাল গোলাপের ব্যবহার বহুদিনের।
০৩০৭
গোলাপি গোলাপ: লাল গোলাপের মতোই এই রংটিও ভালবাসার প্রতীক। তবে কারও প্রতি কৃতজ্ঞতা জানাতে, ধন্যবাদ জানাতেও গোলাপি গোলাপ ব্যবহার করা হয়ে থাকে।
০৪০৭
হলুদ গোলাপ: হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও নতুন সম্পর্ক শুরুর ক্ষেত্রেও হলুদ গোলাপ উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে।
০৫০৭
সাদা গোলাপ: এটি শান্তির প্রতীক। সাদা গোলাপ পবিত্রতারও প্রতীক। তবে শোকজ্ঞাপনের জন্যও সাদা রঙের গোলাপ ব্যবহার করা হয়। সম্পর্কে কোনও কারণে দূরত্ব তৈরি হলে তা মিটিয়ে নিতেও সাদা গোলাপ দেওয়া যেতে পারে।
০৬০৭
পার্পল গোলাপ: পার্পল রঙের গোলাপ চিরন্তন ভালোবাসার প্রতীক। এই রঙের গোলাপ আবার আভিজাত্যেরও প্রতীক। তাই কাউকে সম্মান জানাতে এই পার্পল গোলাপ দেওয়া যেতে পারে।
০৭০৭
পিচ গোলাপ: সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ। কারও আরোগ্য কামনা করেও এই রংয়ের গোলাপ উপহার দেওয়া হয়।