Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নতুন বছরে কোথায় করবেন পার্টি

পার্টিতে কী ভাবে সাজবেন, কী রকম পোশাক পরবেন তার একটা প্ল্যান মনে মনে করে রেখেছেন তো? হোয়্যাটস্‌অ্যাপে গ্রুপচ্যাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কখন বেরোবেন, কোথায় দেখা করবেন, খাওয়া দাওয়া কী হবে, বাড়ি ফেরা ইত্যাদি। কিন্তু পার্টি কোথায় করবেন তা এখনও ঠিক করা হয়ে ওঠেনি। আপনাদের জন্য রইল কলকাতার কয়েকটি সেরা ঠিকানা।

রেশমী প্রামাণিক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৭:০৮
Share: Save:
০১ ০৮
পার্টিতে কী ভাবে সাজবেন, কী রকম পোশাক পরবেন তার একটা প্ল্যান মনে মনে করে রেখেছেন তো? হোয়্যাটস্‌অ্যাপে গ্রুপচ্যাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কখন বেরোবেন, কোথায় দেখা করবেন, খাওয়া দাওয়া কী হবে, বাড়ি ফেরা ইত্যাদি। কিন্তু পার্টি কোথায় করবেন তা এখনও ঠিক করা হয়ে ওঠেনি। আপনাদের জন্য রইল কলকাতার কয়েকটি সেরা ঠিকানা। ছবি সৌজন্য: জোমাটো।

পার্টিতে কী ভাবে সাজবেন, কী রকম পোশাক পরবেন তার একটা প্ল্যান মনে মনে করে রেখেছেন তো? হোয়্যাটস্‌অ্যাপে গ্রুপচ্যাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কখন বেরোবেন, কোথায় দেখা করবেন, খাওয়া দাওয়া কী হবে, বাড়ি ফেরা ইত্যাদি। কিন্তু পার্টি কোথায় করবেন তা এখনও ঠিক করা হয়ে ওঠেনি। আপনাদের জন্য রইল কলকাতার কয়েকটি সেরা ঠিকানা। ছবি সৌজন্য: জোমাটো।

০২ ০৮
বোর্ডেগা ক্যান্টিয়েনা ওয়াই বার: এখানে প্রবেশের ক্ষেত্রে মেয়েদের এবং ছেলেদের প্রবেশমূল্য ২৫০০। যুগলের ক্ষেত্রে ৪০০০। থাকবে হুক্কা, অফুরন্ত পানীয়ের ব্যবস্থা। এ ছাড়াও এখানকার স্পেশ্যাল হুইস্কি, জিন, ভদকা, বিয়ার তো থাকছেই। খোলা থাকছে রাত ১ টা পর্যন্ত। (৩১শে ডিসেম্বর)।

বোর্ডেগা ক্যান্টিয়েনা ওয়াই বার: এখানে প্রবেশের ক্ষেত্রে মেয়েদের এবং ছেলেদের প্রবেশমূল্য ২৫০০। যুগলের ক্ষেত্রে ৪০০০। থাকবে হুক্কা, অফুরন্ত পানীয়ের ব্যবস্থা। এ ছাড়াও এখানকার স্পেশ্যাল হুইস্কি, জিন, ভদকা, বিয়ার তো থাকছেই। খোলা থাকছে রাত ১ টা পর্যন্ত। (৩১শে ডিসেম্বর)।

০৩ ০৮
হলিডে ইন্‌ন: খোলা থাকছে ৩১ ডিসেম্বর সন্ধ্যে থেকেই। কোনও প্রবেশ মূল্য নেই। থাকবে খানা পিনার দেদার আয়োজন। ডিনারের সঙ্গে থাকবে আনলিমিটেড সফট্‌ ড্রিঙ্কস। বিনোদনের ব্যবস্থাও চমৎকার।

হলিডে ইন্‌ন: খোলা থাকছে ৩১ ডিসেম্বর সন্ধ্যে থেকেই। কোনও প্রবেশ মূল্য নেই। থাকবে খানা পিনার দেদার আয়োজন। ডিনারের সঙ্গে থাকবে আনলিমিটেড সফট্‌ ড্রিঙ্কস। বিনোদনের ব্যবস্থাও চমৎকার।

০৪ ০৮
আফরা লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্ট: থাকছে অফুরন্ত খাবার- স্টার্টার, বাফেট, ডিনার। বিদেশী পানীয়, ককটেল, মকটেল।  বিনোদনের জন্যে থাকছে ডিজে-র ব্যবস্থা। বিশেষ আকর্ষণ পিরামিডের দেশ থেকে আসা এক ঝাঁক বেলি ডান্সার।

আফরা লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্ট: থাকছে অফুরন্ত খাবার- স্টার্টার, বাফেট, ডিনার। বিদেশী পানীয়, ককটেল, মকটেল। বিনোদনের জন্যে থাকছে ডিজে-র ব্যবস্থা। বিশেষ আকর্ষণ পিরামিডের দেশ থেকে আসা এক ঝাঁক বেলি ডান্সার।

০৫ ০৮
মামাগতো: ৩১ ডিসেম্বরের জন্যে বিশেষ কোনও আয়োজন নয়। পরিবার এবং বন্ধুদের নিয়ে আসুন। হাল্কা মিউজিকের সঙ্গে খাবার খান জমিয়ে। থাকবে পানীয়ের ব্যবস্থা। যারা আলো আঁধারি শান্ত পরিবেশে নতুন বছর উদযাপন করতে চান তাদের জন্যে আদর্শ মামাগতো। খোলা থাকছে ৩১ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত।

মামাগতো: ৩১ ডিসেম্বরের জন্যে বিশেষ কোনও আয়োজন নয়। পরিবার এবং বন্ধুদের নিয়ে আসুন। হাল্কা মিউজিকের সঙ্গে খাবার খান জমিয়ে। থাকবে পানীয়ের ব্যবস্থা। যারা আলো আঁধারি শান্ত পরিবেশে নতুন বছর উদযাপন করতে চান তাদের জন্যে আদর্শ মামাগতো। খোলা থাকছে ৩১ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত।

০৬ ০৮
দ্য পার্ক (তন্ত্র) : প্রবেশ মূল্য -৪৫০০। ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পার্টি শুরু। চলবে ভোর অবধি। খানা পিনার সঙ্গে রয়েছে বিনোদনও।

দ্য পার্ক (তন্ত্র) : প্রবেশ মূল্য -৪৫০০। ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পার্টি শুরু। চলবে ভোর অবধি। খানা পিনার সঙ্গে রয়েছে বিনোদনও।

০৭ ০৮
দ্য পার্ক (গ্যালাক্সি হল) : প্রবেশ মূল্য – ৫০০০। থাকবে অফুরন্ত খাবার, পানীয় এবং স্ন্যাক্স। সঙ্গে বাচ্চা থাকলে অতিরিক্ত চার্জ লাগবে। পার্টি চলবে ৩১শে ডিসেম্বর রাত ৮ টা থেক ১২.৩০।

দ্য পার্ক (গ্যালাক্সি হল) : প্রবেশ মূল্য – ৫০০০। থাকবে অফুরন্ত খাবার, পানীয় এবং স্ন্যাক্স। সঙ্গে বাচ্চা থাকলে অতিরিক্ত চার্জ লাগবে। পার্টি চলবে ৩১শে ডিসেম্বর রাত ৮ টা থেক ১২.৩০।

০৮ ০৮
দ্য পার্ক (রক্সি ): প্রবেশ মূল্য- দুজনের ক্ষেত্রে ৭৯৯৯। খোলা থাকবে ৩১শে ডিসেম্বর রাত ৮ টা থেকে ভোর ৪টে। থাকছে থিম পার্টির ব্যবস্থা।

দ্য পার্ক (রক্সি ): প্রবেশ মূল্য- দুজনের ক্ষেত্রে ৭৯৯৯। খোলা থাকবে ৩১শে ডিসেম্বর রাত ৮ টা থেকে ভোর ৪টে। থাকছে থিম পার্টির ব্যবস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE