আধুনিক জীবনের বেশিরভাগটাই স্মার্টফোনের ওই পাঁচ ইঞ্চি স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ। তাই অনেক সময় ফোনেই বহু ব্যক্তিগত তথ্য সঞ্চিত রাখার দরকার পড়ে। কিন্তু সেই তথ্য ঠিক কতটা সুরক্ষিত? ফোনে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক করে ফোনের তথ্য আপনি সুরক্ষিত করতে চান ঠিকই, কিন্তু তাতে কতটা সুরক্ষিত থাকে আপনার ফোনের ব্যক্তিগত তথ্য। সফটওয়্যার বিশেষজ্ঞরা কিন্তু সহজেই আনলক করতে পারেন ফোনের সাধারণ লক সিস্টেম। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে শুধুমাত্র আপনার আঙুলের ছাপেই আপনার ফোন চালু হবে। সুতরাং অন্য কারও হাতে পড়ে আপনার গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে না। অনেকই ভাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-সহ স্মার্ট ফোন কিনতে গেলে বাজেট ছাড়িয়ে যাবে, কিন্তু আসলে তেমনটা নয়। বাজারে এখন বেশ কিছু ভাল স্মার্ট ফোন আছে যে গুলোর দাম ১০ হাজার টাকার মধ্যেই। অথচ এই ফোনগুলোতে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy