Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Grey Beard

বয়সের আগেই দাড়িতে পাক ধরেছে? রং করলে হিতে বিপরীত হবে, জেনে নিন কী করবেন

দাড়িতে যখন তখন রং করে ফেলবেন না, এমনকি বাজারচলতি জেল ব্যবহারের আগেও চিকিৎসকের পরামর্শ নেবেন।

How to Prevent Greying of the Beard

অকালেই পাক ধরেছে দাড়িতে? ছবি: ফ্রিপিক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ১৮:৩১
Share: Save:

দাড়ি-গোঁফের নানা কাটের মধ্যেই পুরুষের সেক্স অ্যাপিল খুঁজে পাচ্ছেন আজকের মেয়েরা। গাল ভরা দাড়িতেই প্রেমিকার মন জিতে নিচ্ছেন ছেলেরা। চুল-দাড়ি-গোঁফের কাট-ছাঁট নিয়ে চব্বিশ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন খেলোয়াড়রাও। সুতরাং দাড়ি নিয়ে যখন এত মাতামাতি, তখন দাড়ির যত্ন নিতে হবে অবশ্যই। এখন তো আবার কম বয়সে গোঁফ-দাঁড়ি পাকছে অনেকেরই। ৩০ পেরোনোর আগেই সাদা দাড়ি উঁকি দিচ্ছে অনেক ছেলেরই। মেয়েরা যেমন পাকা চুলের সমস্যায় জেরবার, ছেলেদের চিন্তা তেমন পাকা দাড়ি নিয়ে। সাদা দাড়ি ঢাকতে গিয়ে বাজারচলতি ক্রিম, জেল বা রং ব্যবহার করতে গিয়ে বিপদও ডেকে আনছেন অনেকে।

বিশেষজ্ঞরা বলছেন, দাড়িতে যখন তখন রং করে ফেলবেন না, এমনকী বাজারচলতি জেল ব্যবহারের আগেও চিকিৎসকের পরামর্শ নেবেন। পাকা দাড়ির সমস্যা যদি দূর করতে হয় এবং যৌবন ধরে রাখতে হয়, তা হলে সমাধান করতে হবে ভিতর থেকেই।

দাড়ির অকালপক্কতা দূর হবে কী করে?

১) পুষ্টিকর খাবার খান- দাড়ির কালো রঙের জন্য দায়ী মেলানিন নামের এক রঞ্জক। বয়সের সঙ্গে সঙ্গে এই মেলানিনের উৎপাদন কমে। তা ছাড়া পুষ্টির অভাব, বেশি নেশার অভ্যাস, রাসায়নিকের ব্যবহারও মেলানিনের উৎপাদন কমিয়ে দেয়। তখন অকালেই দাড়ি পাকতে থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ, মেলানিনের উৎপাদন ঠিক রাখতে পুষ্টিকর খাবার খেতে হবে। রোজের খাদ্যতালিকায় রাখতে হবে ভিটামিন বি১২, আয়রন, কপার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার। রোজ পাতে রাখুন সবুজ শাকসব্জি, মাছ, ডিম, বাদাম ও গোটা শস্যদানা যেমন ডালিয়া, ওট্‌স, মিলেট।

২) ধূমপান ছেড়ে দিন- বয়স ৩০ পার হওয়ার আগেই যদি দাড়িতে পাক ধরতে থাকে তাহলে নেশার অভ্যাস কমান। ঘন ঘন ধূমপান করলে চলবে না। তামাকের নিকোটিন এ ক্ষেত্রে প্রভূত ক্ষতি করে। মদ্যপানের অভ্যাসও কমাতে হবে।

৩) মানসিক চাপ কমান- আমাদের শরীরে বিভিন্ন ভাবে প্রভাব ফেলে মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা। সাম্প্রতিক গবেষণা বলছে, মানসিক চাপ বাড়তে থাকলে মেলানোসাইট কোষ সঠিকভাবে মেলানিন রঞ্জক তৈরি করতে পারে না। তখন মেলানিনের অভাবে সময়ের আগেই চুল-দাড়িতে পাক ধরে যায়। মানসিক চাপ বশে রাখতে নিয়মিত যোগাসনের, মেডিটেশন করতে হবে। অতিরিক্ত চিন্তাভাবনা কমাতে হবে।

৪) বাজারচলতি জেল একদম নয়- দাড়ির যত্ন নিতে এখন অনেক ছেলেই বাজারচলতি বিভিন্ন ক্রিম, জেল কিনে মাখেন। এইসব ক্রিম বা জেলের উপাদানে কী কী রয়েছে, তা না জেনেই ব্যবহার করেন অনেকে। ফলে এই সবের মধ্যে থাকা রাসায়নিক ত্বকের ক্ষতি করতে থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রাকৃতিক বা ভেষজ জিনিসের প্রতি ভরসা রাখুন। মেয়েদের জন্য যেমন ফেসপ্যাক আছে, ছেলেদের জন্যও আছে। ত্বকের ধরন অনুযায়ী ছেলেরা মুখে কী কী মাখতে পারবেন তা ত্বক বিশেষজ্ঞের থেকে জেনে নিন। ঘরোয়া উপকরণেই সমস্যার সমাধান হবে দ্রুত।

অন্য বিষয়গুলি:

Beauty Tips Health Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy