মনখারাপ থেকে আনন্দ, প্রেম থেকে বিচ্ছেদ, সবের সাক্ষী নিজের চারটি দেওয়াল। ধীরে ধীরে তাই ঘরও তার মানুষটির মতো হয়ে ওঠে। অনেকেই নিজের বাড়ি বা ঘরটুকুকে নিজের প্রতিচ্ছবি হিসাবে তৈরি করতে ভালবাসেন। কেউ বিনা খরচে নিজের হাতে সাজান, কেউ বা ডিজ়াইনারের সাহায্য নেন।
পাঁচ তারকার বাড়িই নজির হয়ে উঠতে পারে। নিজের চরিত্রের সঙ্গে মিলিয়ে অভিনব উপায়ে ঘর সাজিয়েছেন তাঁরা। নীচে রইল তারই কিছু ঝলক—
মিথিলা পলকর (অভিনেত্রী-সঙ্গীতশিল্পী-নেটপ্রভাবী):
মিথিলার ছোট্ট অ্যাপার্টমেন্টের প্রতিটি কোণকে খুব যত্নে সাজিয়েছেন ডিজ়াইনার রুতুজা তুলসুলকর। বাস্তুশাস্ত্র মেনে তৈরি হয়েছে বাড়ি। বলা হয়, পূর্ণ দৈর্ঘ্যের আয়নার দিকে মুখ করে ঘুম থেকে ওঠা উচিত নয়। তাই স্লাইডিং আয়নাটিও এমন ভাবে রাখা হয়েছে, যাতে বাস্তুদোষও না হয়, পোশাক রাখার জায়গাটিও সমস্যায় না পড়ে। ৭০০ বর্গফুটের বাড়িতে এক টুকরো জায়গা নষ্ট না করেই সব সাজানো। জিনিস রাখার জন্য তৈরি হয়েছে সুন্দর সুন্দর লফ্ট। শোয়ার ঘরের দেওয়ালচিত্র প্রকৃতির ছোঁয়া এনে দেয়।

মিথিলার ঘরের ছবি। ছবি: সংগৃহীত।
আলায়া এফ (অভিনেত্রী): আলায়া তাঁর নিজের ঘরটিকে ‘দ্য হাসল রুম’ নাম দিয়েছেন। অর্থাৎ, যেখানে সারা দিন কাজের ব্যস্ততা, কর্মযুদ্ধ লেগেই থাকে। বেত দিয়ে সাজানো হয়েছে তাঁর ঘর। আলমারি থেকে ঝাড়বাতি। তা ছাড়া, হাতে বোনা কার্পেট, সেরামিকের শো-পিস, ঘরগুলির ওয়ালপেপার, বারান্দায় বাগান। নিজের বাড়িতে পা রেখেই যাতে মন ভাল হয়ে যায়, তার জন্য তিনি বেছে নিয়েছেন ডিজ়াইনার জ়ারা আইসাকে। আলায়া গোটা বাড়ির জন্য বেছে নিয়েছেন এমন কিছু রং, যা চোখধাঁধানো নয়।

আলায়ার ঘরের ছবি। ছবি: সংগৃহীত।
ধ্বনি ভানুশালী (সঙ্গীতশিল্পী): ধ্বনির বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে বিস্ময়। ডাইনিং রুমে চোখধাঁধানো আর্ট ডেকো ওয়ালপেপার, বাথরুমে লাল রঙের ঝাড়বাতি, সাদা মার্বেলের মেঝে, ঘর এবং শৌচাগারের কাচের দরজা, সবই যত্নের সাক্ষী। সঙ্গীতশিল্পীর ঘর সাজানোর ক্ষেত্রে ডিজ়াইনার দর্শিনী শাহের মূল মন্ত্র ছিল, যতটুকু না হলেই নয় (মিনিমালিজ়ম)।

ধ্বনির ঘরের ছবি। ছবি: সংগৃহীত।
রাধিকা শেঠ (অভিনেত্রী-নেটপ্রভাবী-পডকাস্টার): নিজেই নিজের বাড়ি ডিজ়াইন করেছেন অভিনেত্রী-পডকাস্টার। নতুন প্রজন্মের পছন্দের নকশাকে স্থান দিয়েছেন নিজের ঘরে। ছকভাঙা আলো থেকে শুরু করে ঢেউখেলানো আয়নার মতো জিনিসগুলি চমকে দিতে পারে। রাধিকার ব্যক্তিত্ব, পছন্দ-অপছন্দ ফুটে উঠেছে তাঁর আস্তানার সাজে।

রাধিকার ঘরের ছবি। ছবি: সংগৃহীত।
অদিতি ভাটিয়া (অভিনেত্রী): ডিজ়াইনার শ্রেয়া পোরের সঙ্গে অদিতির পরিচয় বহু কালের। আর তাঁদের সম্পর্কের উষ্ণতা প্রকাশ পেয়েছে ঘর সাজানোতেও। অভিনেত্রীর ব্যক্তিত্বের অভিনবত্ব জায়গা পেয়েছে তাঁর বাড়িতে। আসবাবপত্র, ঘরের ঢোকার দরজা থেকে বিছানার আকার-আকৃতি, সবেতেই বক্ররেখার প্রাধান্য। সোজা, সমান্তরালের সমীকরণ ভেঙে বেরোতে চেয়েছিলেন অদিতি।

অদিতির ঘরের ছবি। ছবি: সংগৃহীত।