Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Reliance Jio

সাবস্ক্রিপশন শুরু, জিও নতুন অফারের ১০ গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন

এ বার ফেল কড়ি মাখো তেল। আজ ১ মার্চ থেকে শুরু হল জিও প্রাইম সাবস্ক্রিপশন। জিও গ্রাহকদের এ বার ইন্টারনেট এবং ভয়েস কল পরিষেবা পেতে গ্যাঁটের টাকা খরচ করতে হবে। তবে জলের দরে ৪জি পরিষেবা দিচ্ছে জিও। এমনকী পড়ুয়াদের জন্য থাকছে বাড়তি সুবিধা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ১৮:৫৫
Share: Save:
০১ ১০
গুড বাই ফ্রি পরিষেবা। এই বার্তা দিয়েই ১ মার্চ থেকে জিও-র প্রাইম মেমবারশিপ অন্তর্ভূত করতে কোমর বেঁধে নেমে পড়ল জিও।

গুড বাই ফ্রি পরিষেবা। এই বার্তা দিয়েই ১ মার্চ থেকে জিও-র প্রাইম মেমবারশিপ অন্তর্ভূত করতে কোমর বেঁধে নেমে পড়ল জিও।

০২ ১০
চলতি বছরে ১ এপ্রিল থেকে জিও ডেটা সার্ভিস পেতে টাকা গুনতে হবে গ্রাহকদের।

চলতি বছরে ১ এপ্রিল থেকে জিও ডেটা সার্ভিস পেতে টাকা গুনতে হবে গ্রাহকদের।

০৩ ১০
জিও প্রাইমের সদস্য হতে গেলে বছরে ৯৯ টাকা দিতে হবে। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এই অফার থাকবে।

জিও প্রাইমের সদস্য হতে গেলে বছরে ৯৯ টাকা দিতে হবে। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এই অফার থাকবে।

০৪ ১০
হ্যাপি নিউ ইয়ার প্ল্যান- মাসে ৩০৩ টাকায় দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

হ্যাপি নিউ ইয়ার প্ল্যান- মাসে ৩০৩ টাকায় দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

০৫ ১০
৩০৩ টাকা প্ল্যানে প্রতি দিন ১ জিবি করে ডেটা পাবেন। অর্থাত্ ২৮ দিনে ২৮ জিবি ৪ জি ডেটা দেবে জিও।

৩০৩ টাকা প্ল্যানে প্রতি দিন ১ জিবি করে ডেটা পাবেন। অর্থাত্ ২৮ দিনে ২৮ জিবি ৪ জি ডেটা দেবে জিও।

০৬ ১০
এ ছাড়াও আরও চারটি ডেটা প্ল্যান অফার। ৫১ টাকায় ১জিবি, ৯১ টাকায় ২ জিবি, ২০১ টাকায় ৫ জিবি এবং ৩০১ টাকায় ১০ জিবি ডেটা দেবে রিলায়্যান্স জিও।

এ ছাড়াও আরও চারটি ডেটা প্ল্যান অফার। ৫১ টাকায় ১জিবি, ৯১ টাকায় ২ জিবি, ২০১ টাকায় ৫ জিবি এবং ৩০১ টাকায় ১০ জিবি ডেটা দেবে রিলায়্যান্স জিও।

০৭ ১০
জিও গ্রাহকরা প্রতি দিন রাত ২টো থেকে ৫টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

জিও গ্রাহকরা প্রতি দিন রাত ২টো থেকে ৫টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

০৮ ১০
পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা। তাদের জন্য ২৫ শতাংশ ফোর জি এবং ওয়াইফাই ডেটার সুবিধা দেবে জিও। এর জন্য যথাযথ পরিচয় পত্র দেখাতে হবে পড়ুয়াদের।

পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা। তাদের জন্য ২৫ শতাংশ ফোর জি এবং ওয়াইফাই ডেটার সুবিধা দেবে জিও। এর জন্য যথাযথ পরিচয় পত্র দেখাতে হবে পড়ুয়াদের।

০৯ ১০
জিও গ্রাহকদের কোনও রোমিং চার্জ থাকছে না।

জিও গ্রাহকদের কোনও রোমিং চার্জ থাকছে না।

১০ ১০
অন্য নেটওয়ার্কের গ্রাহকরা মাই জিও অ্যাপ বা জিও অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করে জিও প্রাইমের সদস্য হতে পারবেন।

অন্য নেটওয়ার্কের গ্রাহকরা মাই জিও অ্যাপ বা জিও অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করে জিও প্রাইমের সদস্য হতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE