অনলাইন শপিংয়ে সিদ্ধহস্ত? দিন নেই, রাত নেই, মোবাইলের পর্দায় অনলাইন সাইটে স্ক্রোলিং করেন? তা হলে এই শর্টকাটগুলো আপনারও জেনে রাখা জরুরি
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
প্রথম ইউজার হিসাবে লগ ইন করলে অনলাইন শপিং সংস্থাগুলো অনেক সময় ডিসকাউন্ট কুপন দেয়। অবশ্যই ডিসকাউন্ট অফারগুলো গ্রহণ করুন।
০২১০
শপিং করার আগে রিটার্ন পলিসি ভাল করে দেখুন। প্রতিটি সাইটের রিটার্ন পলিসি কিন্তু আলাদা আলাদা হয়। যা আগে থেকে জেনে রাখা উচিত।
০৩১০
প্রাইজ ফিল্টারে প্রথমেই আপনার বাজেট জানিয়ে দিন। এতে আপনার বাজেটের মধ্যে পছন্দ মতো জিনিস পেতে সুবিধা হবে।
০৪১০
সেল পেজটা উপর থেকে নীচ পর্যন্ত ভাল করে দেখুন। অনেক সময় এর মধ্যেই অনেক ডিসকাউন্ট বা কুপনের হদিস পাওয়া যায়। সেগুলি মিস করবেন না।
০৫১০
নিজের প্রিয় অনলাইন শপিং সাইটটি সোশ্যাল মিডিয়াতেও ফলো করুন। এর ফলে যখনই সেই সাইটে নতুন কালেকশন আসবে, বা কোনও অফার দেবে— তা সহজেই আপনি জানতে পারবেন।
০৬১০
গুগল থেকে না খুলে প্রিয় অনলাইন সাইটটির অ্যাপসও ডাউনলোড করে রাখতে পারেন। এতে ক্রেতা হিসাবে শপিং করতে সুবিধা হবে আপনারই।
০৭১০
কোনও প্রোডাক্ট কেনার আগে অবশ্যই তার রিভিউ পড়ুন। রিভিউ থেকেই জানতে পারবেন আপনি যে জিনিসটি কিনতে চলেছেন তা আদৌ কতটা কার্যকরী।
০৮১০
স্ক্রল করতে করতে কোনও জিনিস পছন্দ হলে তা ‘অ্যাড টু কার্ট’ করে কার্টে রেখেও দিতে পারেন। সময় মতো পরে কিনুন। কার্টে রেখে দিলে পছন্দের জিনিসটি হারিয়ে যাবে না।
০৯১০
অনলাইন পেমেন্ট করে জিনিস কিনলে অবশ্যই সুরক্ষার দিকটি নজরে রাখুন। তেমন বিশ্বাসযোগ্য সাইট না হলে অনলাইন পেমেন্ট করার চেয়ে ‘ক্যাশ অন ডেলিভারি’ করাই ভাল।
১০১০
এ রকম বহু ওয়েবসাইট আছে যেগুলিতে শুধুমাত্র ডিসকাউন্ট কুপন বা কোডের হদিশ মেলে। সেগুলির দিকেও নজর দিতে পারেন।