Advertisement
২২ ডিসেম্বর ২০২৪

জেনেটিক্স নিয়ে

স্নাতক স্তরে জেনেটিক্স নিয়ে পড়তে হলে দ্বাদশ শ্রেণিতে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক-সহ বায়োলজি থাকাটা জরুরি।

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০৬:৫৫
Share: Save:

প্রশ্ন: জেনেটিক্স নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করার ইচ্ছে আছে। কোথায় করতে পারি? উচ্চশিক্ষার সুযোগ কেমন?

সম্পূর্ণা বসাক, দমদম

স্নাতক স্তরে জেনেটিক্স নিয়ে পড়তে হলে দ্বাদশ শ্রেণিতে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক-সহ বায়োলজি থাকাটা জরুরি। এই সব ক’টি বিষয়েই ছাত্র বা ছাত্রীকে ভাল হতে হবে। আমাদের দেশে বেশ কিছু জায়গায় জেনেটিক্স স্নাতক স্তরে পড়ানো হয়। মাইক্রোবায়োলজি, সেল বায়োলজি, বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি-এর মতো বিষয় পড়াশোনা করার সময় পাঠ্যক্রমে জেনেটিক্স নিয়ে পড়তে হয়।

রাজ্যে স্নাতক স্তরে

• ইনস্টিটিউট অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং

www.ige-india.com

• গুরু নানক ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি

www.gnipst.ac.in

এখানে উচ্চশিক্ষারও সুযোগ আছে।

এ ছাড়া, আইআইএসইআরগুলিতে পাঁচ বছরের ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম রয়েছে।

www.iiseradmission.in/

রাজ্যের বাইরে

• ভবন’স বিবেকানন্দ কলেজ অব সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড কমার্স, হায়দরাবাদ

এখানে বটানি জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি নামে বিভাগ রয়েছে।

www.bhavansvc.org

• এসআইএমএস কলেজ অব লাইফ সায়েন্সেস, গুন্টুর

www.simscollege.ac.in/acadamics.php?id=21

• নতুভাই ভি পটেল কলেজ অব পিয়োর অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস

www.nvpas.edu.in/admission.php

• দি অক্সফোর্ড কলেজ অব সায়েন্স

www.theoxford.edu/college_of_science/bsc_cbtg.htm

• ইন্ডিয়ান অ্যাকাডেমি ডিগ্রি কলেজ

http://www.indianacademy.edu.in/iadc/programmes/bachelors-in-science-b-sc/b-sc-genetics-biochemistry-biotechnology-g-bc-bt

• গুরু নানক দেব ইউনিভার্সিটি

http://online.gndu.ac.in/department-of-human-genetics.aspx

• পদ্মশ্রী ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্সেস

http://pims.org.in/new/b-sc-genetics-biotechnology-biochemistry

• এডব্লুএইচ স্পেশাল কলেজ

http://www.awhspecialcollege.info/bscgenetics.php

• মহারানি লক্ষ্মী আম্মান্নি কলেজ ফর উইমেন

https://mlacw.edu.in/ ইত্যাদি

উচ্চশিক্ষা

রাজ্যে এবং রাজ্যের বাইরে জেনেটিক্স বা আনুষঙ্গিক বিষয়ে পড়াশোনা করা যায়। বটানি, জুঅলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি-র মতো বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়ে পরে জেনেটিক্স নিয়ে উচ্চশিক্ষা বা গবেষণা করা যায়।

• কলকাতা বিশ্ববিদ্যালয়

জেনেটিক্স ছাড়াও জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং-এ এম এসসি ও পিএইচ ডি করার সুযোগ রয়েছে।

www.caluniv.ac.in

• দিল্লি বিশ্ববিদ্যালয়

জেনেটিক্স-এ এম এসসি, পিএইচ ডি করায়।

www.du.ac.in/du/index.php?page=genetics

• বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

মলিকিউলার অ্যান্ড হিউম্যান জেনেটিক্স-এ এম এসসি এবং পিএইচ ডি করা যায়।

www.bhu.ac.in

• ওসমানিয়া বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স-এ জেনেটিক্স-এ এম এসসি ও পিএইচ ডি করা যায়।

www.osmania.ac.in/sciencecollege/geneti.html

• অন্ধ্র বিশ্ববিদ্যালয়

এখানে হিউম্যান জেনেটিক্স-এ এম এসসি ছাড়াও এমফিল ও পিএইচ ডি করায়। এ ছাড়া মলিকিউলার জেনেটিক্স-এ এম এসসি করা যায়। আবার জেনেটিক কাউন্সেলিং-এ অ্যাডভান্সড পিজি ডিপ্লোমাও পড়ানো হয়।

https://andhrauniversity.edu.in/college/college-of-science-and-technology/science-departments/human-genetics

• ম্যাড্রাস বিশ্ববিদ্যালয়

এখানে বায়োমেডিক্যাল জেনেটিক্স-এ এম এসসি পড়ানো হয়। এ ছাড়া জেনেটিক্স নিয়ে পিএইচ ডি করার সুযোগও মেলে।

https://www.unom.ac.in/index.php?route=department/department/deptpage&deptid=33

• ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি ইউনিভার্সিটি)

এখানকার স্কুল অব বায়োসায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে বায়োমেডিক্যাল জেনেটিক্স-এ এম এসসি পড়ানো হয়।

www.vit.ac.in/admissions/pg

• গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়

এখানে হিউম্যান জেনেটিক্স-এ এম এসসি পড়ানো হয়।

http://online.gndu.ac.in/department-of-human-genetics.aspx

• শ্রীরামচন্দ্র মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

এখানে হিউম্যান জেনেটিক্স-এ এম এসসি করা যায়।

https://www.sriramachandra.edu.in/university/academics.php?did=43

• সেন্ট্রাল ইউনিভার্সিটি অব কেরল

এখানে জেনোমিক সায়েন্সে এম এসসি ছাড়াও পিএইচ ডি করা যায়।

www.cukerala.ac.in

• মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়

এখানে জেনোমিক্স-এ ইন্টিগ্রেটেড এম এসসি-পিএইচ ডি ছাড়াও মাইক্রোবিয়াল জিন টেকনোলজিতে এম এসসি পড়ানো হয়।

http://mkuniversity.org/direct/school.php#

• বরকাতুল্লা বিশ্ববিদ্যালয়

এম এসসি জেনেটিক্স পড়ানো হয়।

www.bubhopal.ac.in/1139/Genetics

• ডক্টর রাজেন্দ্রপ্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি

প্লান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগে উচ্চশিক্ষা করা যায়।

www.rpcau.ac.in/departments/department-of-plant-breeding-and-genetics ইত্যাদি

গবেষণা

জেনেটিক্স-এর মধ্যে ডিজিজ জেনেটিক্স, প্লান্ট জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি, কোয়ান্টিটেটিভ অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল জেনেটিক্স, এপিজেনেটিক্স-এর মতো বিষয়ে গবেষণার প্রচুর সুযোগ রয়েছে। এ ছাড়া আরও অনেক বিষয়ে গবেষণা করা যায়। গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান—

• ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্স

www.nibmg.ac.in

• কলকাতা বিশ্ববিদ্যালয়

www.caluniv.ac.in

• ইনস্টিটিউট অব জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি

www.igib.res.in

• সেন্টার ফর প্লান্ট মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি

www.tnau.ac.in/cpmb/cpmb/cpmb.htm

• ওসমানিয়া বিশ্ববিদ্যালয়

www.osmania.ac.in

• হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়

• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টক্সিকোলজি রিসার্চ

http://iitrindia.org

• সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট

www.cdri.res.in

• সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি

www.ccmb.res.in

• সেন্টার ফর ডিএনএ ফিংগারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনোস্টিক্স

www.cdfd.org.in

• ন্যাশনাল ইনস্টিটিউট অব প্লান্ট জেনোম রিসার্চ

www.nipgr.res.in/home/home.php

• রাজীব গাঁধী সেন্টার ফর বায়োটেকনোলজি

http://rgcb.res.in

• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি

http://iicb.res.in

• ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট

https://www.isical.ac.in/

• বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

www.bhu.ac.in

• ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানিম্যাল বায়োটেকনোলজি

www.niab.org.in/

• ইনস্টিটিউট অব লাইফ সায়েন্সেস

www.ils.res.in/

• ন্যাশনাল ব্যুরো অব ফিশ জেনেটিক রিসোর্সেস

www.nbfgr.res.in/

• ইনস্টিটিউট অব ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং

http://ifgtb.icfre.gov.in/

ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টার

http://www.nbrc.ac.in/html/admissions/index.html

ইত্যাদি

কাজের সুযোগ

সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ আছে। ক্লিনিক্যাল জেনেটিক্স, জেনেটিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান, জেনেটিক্স রেগুলেটরি প্রসেস ম্যানেজার-এর মতো বিভিন্ন পদে চাকরির সুযোগ মেলে। এ ছাড়া ফরেনসিক বিভাগ, এগ্রিকালচারাল ও ফুড সায়েন্স বিভাগ, ইকোলজি ও মলিকিউলার জেনেটিক্স-এও তৈরি হচ্ছে কাজের সুযোগ। গুরু নানক ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র শিক্ষক স্বাতী নন্দী চক্রবর্তীর মতে, বিদেশে জেনেটিক্স নিয়ে অনেক বেশি গবেষণা এবং কাজ হয়। আমাদের দেশেও এখন বিষয়টি ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। ফলে বাড়ছে কেরিয়ার গড়ার সুযোগও।

অন্য বিষয়গুলি:

Education Genetics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy