Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফরেনসিক নিয়ে

শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০৪:১৪
Share: Save:

প্রশ্ন: ফরেনসিক সায়েন্স বা ক্রিমিনোলজি নিয়ে উচ্চশিক্ষা করতে চাই। আমাদের দেশে কোথায় বিষয়টি পড়ানো হয়? এম এসসি-র পাশাপাশি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সও কি আছে? কাজের সুযোগ কেমন?

দেবদত্তা ঘোষ, উত্তর দিনাজপুর

আমাদের দেশে হরেক প্রতিষ্ঠানে ফরেনসিক সায়েন্স ও ক্রিমিনোলজি পড়ানো হয়। যেমন—

• গুজরাত ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি

ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্সে ফরেনসিক সায়েন্স, ডিজিটাল ফরেনসিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিয়োরিটি, ফরেনসিক ওডনটোলজিতে এম এসসি পড়ায়। এ ছাড়াও এখানে পড়ানো হয় সাইবার সিকিয়োরিটি অ্যান্ড ইনডিসেন্ট রেসপন্স-এ এম টেক, হোমল্যান্ড সিকিয়োরিটি অ্যান্ড অ্যান্টি-টেররিজ়ম-এ এম এ/এম এসসি, ফরেনসিক অ্যাকাউন্টিং-এ স্পেশালাইজ়েশন সহ এমবিএ ফিনান্স-এর মতো হরেক বিষয়। বেশ কিছু স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সও আছে এখানে। যেমন, ফরেনসিক ডকুমেন্ট এগজামিনেশন, ফিঙ্গারপ্রিন্ট সায়েন্স, ফরেনসিক ম্যানেজমেন্ট, ফরেনসিক অ্যাকাউন্টিং, ফরেনসিক নার্সিং ও ফরেনসিক টক্সিকোলজি।

অন্য দিকে, প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব বিহেভিয়োরাল সায়েন্স-এ ফরেনসিক সাইকোলজিতে এম এসসি ও এম ফিল পড়ায়। ফরেনসিক সাইকোলজিতে স্পেশালাইজেশন সহ ক্রিমিনোলজিতে এম এসসি-ও পড়ানো হয়। এ ছাড়া, ফরেনসিক সাইকোলজি, চাইল্ড ফরেনসিক সাইকোলজি, ফরেনসিক ইনভেস্টিগেটিভ সাইকোলজি-র মতো বিষয়ে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সও আছে। www.gfsu.edu.in

• রক্ষা শক্তি ইউনিভার্সিটি

ফরেনসিক সায়েন্স-এ এম এসসি ও এম ফিল পড়ায়। এ ছাড়া, ক্রিমিনোলজিতে এম এ এবং এম ফিল আছে। এ ছাড়া, সাইবার সিকিয়োরিটি অ্যান্ড সাইবার ফরেনসিক্স-এ স্নাতকোত্তর ডিপ্লোমাও রয়েছে।

www.rsu.ac.in

• লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিমিনোলজি অ্যান্ড ফরেনসিক সায়েন্স

ক্রিমিনোলজিতে এম এ আর ফরেনসিক সায়েন্স-এ এম এসসি পড়ানো হয়। ক্রিমিনোলজিতে যে কোনও বিষয়ের স্নাতক আবেদন করতে পারে। আর, ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে একমাত্র বিজ্ঞানে স্নাতকেরাই আবেদন করার সুযোগ পাবে।

http://nicfs.gov.in/#

• পঞ্জাব ইউনিভার্সিটি পাটিয়ালা

ফরেনসিক সায়েন্স-এ এম এসসি ছাড়াও পিএইচ ডি করা যায়।

www.punjabiuniversity.ac.in/Pages/Department.aspx?dsenc=37

• ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স

ফরেনসিক সায়েন্স-এ এম এসসি করা যায়।

www.osmania.ac.in

• গুজরাত বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠানের বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফরেনসিক সায়েন্স বিভাগে ফরেনসিক সায়েন্স-এ এম এসসি, এম ফিল ও পিএইচ ডি করা যায়। এ ছাড়াও ক্রিমিনোলজি অ্যান্ড ফরেনসিক সায়েন্স, কোয়েশ্চেন্ড ডকুমেন্ট অ্যান্ড হ্যান্ডরাইটিং এগজ়ামিনেশন, ফিংগারপ্রিন্ট অ্যান্ড ইম্প্রেশন এগজ়ামিনেশন-এ সার্টিফিকেট কোর্স পড়ায়। কোর্স রয়েছে ফরেনসিক ফোটোগ্রাফিতেও।

www.gujaratuniversity.ac.in/web/dept/tech-dept/5

• বুন্দেলখণ্ড ইউনিভার্সিটি, ঝাঁসি

ফরেনসিক সায়েন্স-এ এম এসসি ছাড়াও পিজি ডিপ্লোমা রয়েছে।

www.bujhansi.ac.in

• গুরু গোবিন্দ সিংহ ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি

ফরেনসিক সায়েন্স-এ এম এসসি এবং ক্রিমিনোলজিতে এম এ/এম এসসি পড়ানো হয়।

www.ipu.ac.in/schools.php

• ডক্টর হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠানের ক্রিমিনোলজি অ্যান্ড ফরেনসিক সায়েন্স বিভাগে ফরেনসিক সায়েন্সে এম এসসি

এবং ক্রিমিনোলজিতে এম এ ছাড়াও দুটির যে কোনও বিষয়েই পিএইচ ডি করা যায়।

http://dhsgsu.ac.in/departmentdetails/69

• বাবাসাহেব ভিমরাও অম্বেডকর বিশ্ববিদ্যালয়, লখনউ

বায়োটেকনোলজি বিভাগে ফরেনসিক সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজিতে এম এসসি

পড়ানো হয়।

http://bbau.ac.in/new/DBT_DepartmentDetails.aspx

ফরেনসিক সায়েন্সে কিন্তু বিভিন্ন শাখা আছে, আছে নানা ক্ষেত্রে স্পেশালাইজ়েশন করার সুযোগও। যেমন, ফরেনসিক সেরোলজি, ফরেনসিক সাইকায়াট্রি, ফরেনসিক ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক আর্কিটেকচার, ফরেনসিক ল্যাবরেটরি অ্যানালিসিস, ফরেনসিক ভেটেরিনারি সায়েন্স, ফরেনসিক টক্সিকোলজি, ওয়াইল্ডলাইফ ফরেনসিক্স, ফরেনসিক ওডনটোলজি, ফরেনসিক স্পিচ সায়েন্স ইত্যাদি।

কাজ

সরকারি এবং বেসরকারি, দুটি ক্ষেত্রেই কাজের সুযোগ পাওয়া যায়। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), বিভিন্ন কেন্দ্রীয় বা রাজ্য স্তরের পুলিশ বিভাগ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, নার্কোটিক্স বিভাগ, কোয়ালিটি কন্ট্রোল ব্যুরো, সেনা, ব্যাঙ্ক, হাসপাতাল, ল’ ফার্ম, ডিটেকটিভ সংস্থা— এমন বিভিন্ন ক্ষেত্রেই মেলে কাজ। ফরেনসিক প্যাথোলজিস্ট, ক্রাইম ল্যাবরেটরি অ্যানালিস্ট, ফরেনসিক ইঞ্জিনিয়ার, ফরেনসিক আর্কিটেক্ট, ফরেনসিক ভেটেরিনারি সার্জেন, ফরেনসিক সাইকায়াট্রিস্ট, ফরেনসিক টক্সিকোলজিস্ট, ফরেনসিক ওডোন্টোলজিস্ট, ফরেনসিক সেরোলজিস্ট, ক্রাইম সিন এগজামিনার-এর মতো হরেক পদে কাজ করা যায় এই বিষয় পড়ে।

অন্য বিষয়গুলি:

Education Criminology Forensic Science
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE