Advertisement
০৩ নভেম্বর ২০২৪

সময় বাড়ল ভোটদানের

নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বারের লোকসভা নির্বাচন, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের বিধানসভা নিবার্চন ও বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। মোট ১১ ঘণ্টা। তবে মণিপুর ও নাগাল্যান্ডে ভোট হবে সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলিতে ৭টা থেকে ৫টা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৪ ০৩:৪১
Share: Save:

নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বারের লোকসভা নির্বাচন, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের বিধানসভা নিবার্চন ও বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। মোট ১১ ঘণ্টা। তবে মণিপুর ও নাগাল্যান্ডে ভোট হবে সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলিতে ৭টা থেকে ৫টা পর্যন্ত। নিরাপত্তার সমস্যা থাকায় দেশের অন্যান্য কিছু কেন্দ্রেও বিকেল ৪টের মধ্যে ভোট নেওয়া শেষ হবে। আগামী ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে ৪টি কেন্দ্রে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং। গত বারে ভোটের সময়সীমা ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ বার তা ৬টা করা হল। কমিশন জানিয়েছে, আরও বেশি মানুষকে ভোটদানের সুযোগ করে দিতেই বাড়ানো হল সময়।

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসের যুগ্মসচিব অমিত রায়চৌধুরী শনিবার জানান, লক্ষাধিক টাকা সঙ্গে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অভিযোগে গত দু’দিনে কলকাতা পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তাঁদের কাছ থেকে যথাক্রমে ১১ এবং ৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, কেন তাঁরা এত টাকা সঙ্গে রেখেছিলেন, তার কোনও সদুত্তর তাঁরা দিতে পারেননি। দেখাতে পারেননি উপযুক্ত নথিও। তাই দু’জনের কাছ থেকে পাওয়া টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তিনি জানান, নির্বাচনী বিধি ভেঙে বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় টাকা বিলি করেছেন কি না, সেই অভিযোগ নিয়ে বীরভূমের জেলাশাসক এ দিন কমিশনের কাছে একটি রিপোটর্র্ পাঠিয়েছেন। অন্য দিকে, রাজ্যের মন্ত্রী মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ নিয়ে হুগলির জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

casting vote lok sabha vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE