পান মশলা বন্ধের নির্দেশ দিলেন যোগী। ছবি: পিটিআই।
সকালে সচিবালয়ের অ্যানেক্স বিল্ডিং লাল বাহাদুর শাস্ত্রী ভবনে গিয়ে দেওয়াল জুড়ে পান-গুটখার গেরুয়া-লাল পিক দেখে কপাল কুঁচকেছিল নতুন মুখ্যমন্ত্রীর। ইতি-উতি ছড়িয়ে অজস্র প্লাস্টিকও। কাজের সময়ে পান-গুটকা খাওয়া চলবে না বলে ধমকে এসেছিলেন সরকারি অফিসারদের। তার পরে দফতরে ফিরেই শীর্ষ আমলাদের ঘরে ডেকে পাঠান যোগী আদিত্যনাথ। নির্দেশ জারি করতে বলেন— উত্তরপ্রদেশ জুড়ে স্কুল-কলেজ, হাসপাতাল ও সরকারি দফতরে পান, গুটকা ও খৈনি খাওয়া নিষিদ্ধ হল। সরকারি দফতরে প্লাস্টিকের ব্যবহারও বন্ধ। উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, ‘‘সচিবালয়ের দেওয়ালে দেওয়ালে পান-গুটখার ছোপ দেখে বিরক্ত হন যোগীজি। অফিসারদের ডেকে তাঁদেরই তিনি দেওয়াল পরিষ্কার রাখার দায়িত্ব দেন। দফতরে কেউ যাতে পান-গুটখা না-খায়, সেটাও দেখতে বলেন।’’ স্বচ্ছ ভারত অভিযানের শপথবাক্য রোজ পাঠ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে লেখা রয়েছে— ‘আমি নিজে পরিবেশ নোংরা করব না, কাউকে করতেও দেব না। বছরে অন্তত ১০০ ঘণ্টা আমি পরিবেশ পরিষ্কার রাখার কাজ করব।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy