ব্যর্থতা
• পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি
• চিন নীতিতে ধারাবাহিকতার অভাব
• এনএসজি-তে অন্তর্ভুক্তির প্রশ্নে এগোতে না পারা
• পাকিস্তানকে একঘরে করার প্রয়াসে ব্যর্থতা। উল্টে ব্রাজিল, রাশিয়া, চিনের অসন্তোষ কুড়োনো।
• রাশিয়ার সঙ্গে সম্পর্কে তিক্ততা
সাফল্য
• পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভাল সম্পর্ক
• জাপান-আমেরিকার সঙ্গে অক্ষ গঠন
• ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের সঙ্গে সফল দৌত্য
গোটা বিশ্বে যে চরমপন্থা ছড়িয়ে পড়েছে তার মোকাবিলায় উল্লেখযোগ্য নীতি এখনও নেই। জাতীয় স্তরে যে বিভাজন এবং আঞ্চলিক ও সাম্প্রদায়িক সংঘাত তৈরি হয়েছে তার সঙ্গে বিদেশনীতিকে জুড়তে হবে। সেটা হয়নি।
রণেন সেন, প্রাক্তন কূটনীতিক
নিরাপত্তা
ব্যর্থতা
• পঠানকোট, উরির মতো সেনা ছাউনিতে জঙ্গি হামলা
• হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুতে তিন মাস কার্ফু কাশ্মীরে
• স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা খর্ব করে মন্ত্রকের কাজে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাক গলানো
• সুপ্রিম কোর্টের নির্দেশে অরুণাচল, উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন বাতিল
সাফল্য
• সার্কের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পাকিস্তান গেলেন রাজনাথ
• মাওবাদী হামলা কম
• নিয়ম না মানায় এনজিওদের বিরুদ্ধে ব্যবস্থা
• কমেছে আইএস-এ যোগদান।
পাকিস্তানের সন্ত্রাস নীতিতে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
তাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত ও আধুনিক করতে হবে।
আর কাশ্মীরের মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতাবোধ রয়েছে, রাজনৈতিক ভাবে তার মোকাবিলা করতে হবে।
এর জন্য প্রয়োজন ‘ইনক্লুসিভ অ্যাপ্রোচ।’
রাণা বন্দ্যোপাধ্যায়, ক্যাবিনেট সচিবালয়ের প্রাক্তন বিশেষসচিব
অর্থনীতি
ব্যর্থতা
• লগ্নিতে উৎসাহী নন শিল্পপতিরা
• ব্যাঙ্কে অনুৎপাদক সম্পদের বোঝা। ফলে নতুন ঋণ দিতে উৎসাহ কম
• বিশ্বব্যাঙ্কের ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এর তালিকায় এখনও ১৩০ নম্বরে
• চাহিদায় ভাটা। নতুন কাজ নেই
• ডালের দাম হঠাৎ আকাশছোঁয়া
সাফল্য
• জিএসটির লক্ষ্যে বিল পাশ
• বহু ক্ষেত্রে বিদেশি লগ্নির দরজা খোলা
• রাজকোষ ঘাটতি, বিদেশি মুদ্রার ঘাটতি নিয়ন্ত্রণে
• চিনকে ছাপিয়ে ২০১৫-’১৬য় সর্বোচ্চ বৃদ্ধির হার ৭.৬ শতাংশ
বিতর্ক যেখানে
• পুরনো ৫০০-১০০০ টাকার নোট বাতিল
• রুজিরোজগার, ব্যবসা, শিল্পে ধাক্কা লাগার আশঙ্কা।
• কমতে পারে বৃদ্ধির হার, পিছিয়ে যেতে পারে জিএসটি চালু
• কালো টাকা, জাল নোটের বিরুদ্ধে সাফল্যের দাবি
জিএসটি চালুর পথে অগ্রগতি প্রশংসনীয়। তেলের কম দামের সুবিধা মিলেছে ঠিকই, কিন্তু তার পরেও রাজকোষ ও বিদেশি মুদ্রার লেনদেনে ঘাটতি কমানোর ক্ষেত্রে সাফল্যের কথা আলাদা করে উল্লেখ করতেই হবে। তবে নোট বাতিলের ধাক্কা দ্রুত সামলানো না গেলে বৃদ্ধির হার ৫ শতাংশের নীচে চলে যেতে পারে।
পিনাকী চক্রবর্তী, অধ্যাপক
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy