রলের পুরস্কারপ্রাপ্ত ছোটগল্পকার এস হরিশ
সঙ্ঘ পরিবারের হুমকির মুখে নিজের উপন্যাস ‘মেশা’ (গোঁফ) প্রকাশ করবেন না বলে জানিয়ে দিলেন কেরলের পুরস্কারপ্রাপ্ত ছোটগল্পকার এস হরিশ। কোট্টায়ামের নেন্দুর গ্রামের সরকারি চাকুরে হরিশ। ওই উপন্যাসে পঞ্চাশ বছর আগে কেরলের ‘অন্ধকারময়’ সময়ের ছবি এঁকেছেন লেখক।
গণপিটুনিতে মৃত্যু-সহ নানা বিতর্কিত বিষয় তাতে উঠে এসেছে। সম্প্রতি এক পত্রিকায় একাধিক পর্বে প্রকাশিত হয় উপন্যাসটি। তার পরেই বই প্রকাশের পরিকল্পনা।
অভিযোগ, শুক্রবার কোচিতে বইয়ের এক প্রদর্শনী সভায় ভাঙচুর চালিয়ে ওই উপন্যাসের বিরুদ্ধে বিক্ষোভ জানান বিজেপির শাখা সংগঠন হিন্দু ঐক্য বেদির সদস্যরা। তার পরেই বই প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন হরিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy