উড়ান সংস্থা ‘ইন্ডিগো’র এক বিমানসেবিকার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন এক জন যাত্রী। প্রিয়ঙ্কা মুখোপাধ্যায় নামে ওই যাত্রীর অভিযোগ, তাঁর পাঁচ বছরের পুত্রের গলার সোনার চেন চুরি করেছেন ওই তরুণী। অদিতি অশ্বিনী শর্মা নামে ওই বিমানসেবিকার বিরুদ্ধে বেঙ্গালুরুর একটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করছে। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা উপযুক্ত পদক্ষেপ করবেন।
প্রিয়ঙ্কার অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ৬ই-৬৬১ বিমানে তিরুঅনন্তপুরম থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল দুই শিশুসন্তান। প্রিয়ঙ্কার পাঁচ বছরের পুত্রকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন বিমানসেবিকা অদিতি। পুত্র আসনে ফেরার পরে প্রিয়ঙ্কা লক্ষ করেন, তার গলায় সোনার চেন নেই। অভিযোগকারিণী জানিয়েছেন, সোনার ওই চেনের ওজন প্রায় ২০ গ্রাম। বাজারদর প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি। এর পরেই থানায় যান তিনি।
এই ঘটনায় ইন্ডিগো বিবৃতি দিয়ে জানিয়েছে, তিরুঅনন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী বিমানের এক কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তারা অবহিত। এক যাত্রী এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তদন্তে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।