পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে গ্রেনেড হামলার পাঁচ দিন পর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। দিল্লি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পঞ্জাব পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ধৃতের নাম সাইদুল আমিন। তিনি উত্তর প্রদেশের আমরোহার বাসিন্দা। শনিবার সকালে সাইদুলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং দিল্লি পুলিশের যৌথ দল। ডিজিপি গৌরব যাদব বলেন, ‘‘জলন্ধর গ্রেনেড হামলায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। কেন্দ্রীয় সংস্থা এবং দিল্লি পুলিশের সহায়তায় জলন্ধর কমিশনারেট পুলিশ দিল্লি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।’’ গৌরব আরও জানিয়েছেন, মনোরঞ্জনের বাসভবনে গ্রেনেড হামলার নেপথ্যে ছিলেন মূল অভিযুক্ত সাইদুলই। তবে আরও কারা কারা ঘটনায় জড়িত ছিলেন, তা জানতে এখনও তদন্ত চলছে।
আরও পড়ুন:
গত সোমবার গভীর রাতে বিজেপি নেতা মনোরঞ্জনের বাড়ির বাইরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পৌঁছোয় ফরেনসিক বিশেষজ্ঞ দলও। ওই ঘটনায় আগেই দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছিল, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্যদের যোগসূত্র রয়েছে। অপরাধে ব্যবহৃত ই-রিকশাটিও আটক করেছিল পুলিশ। এ বার ধরা পড়লেন হামলার নেপথ্যে থাকা ‘মূল মাথা’ও।