হাসপাতালে যাওয়ার জন্য ক্যাব বুক করা হয়েছিল। সেই ক্যাবেই সন্তানের জন্ম দিলেন তরুণী। সাহায্য করলেন খোদ চালক। তার পরে প্রসূতিকে দ্রুত হাসপাতালেও পৌঁছে দিলেন। ক্যাবটি যিনি বুক করেছেন, তিনি জানিয়েছেন, এই সফরের জন্য যা ভাড়া দেখানো হয়েছিল, তা-ই নিয়েছেন ওই যুবক। অতিরিক্ত কোনও টাকা নেননি। ঘটনাটি গুরুগ্রামের।
সমাজমাধ্যমে রোহণ মেহরা নামে এক ব্যক্তি এই ঘটনাটি পোস্ট করেছেন। নিজের রাঁধুনির জন্য একটি ক্যাব বুক করে দিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রীর প্রসবযন্ত্রণা শুরু হয়েছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন তিনি। ক্যাবে উঠেই তরুণীর প্রসবযন্ত্রণা তীব্র হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে ক্যাবেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি। গাড়ি থামিয়ে তাঁকে সাহায্য করেন চালক বিকাশ। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন:
এর পরে দ্রুত গাড়ি চালিয়ে মা এবং সদ্যোজাতকে হাসপাতালে পৌঁছে দেন বিকাশ। গোটা সফরে এক টাকাও অতিরিক্ত নেননি তিনি। সেই চালকের সঙ্গেই এখন যোগাযোগ করতে চান প্রসূতি ও তাঁর পরিবার। তাঁকে ধন্যবাদ দিতে চান। ক্যাব সংস্থাকে সেই চালকের মোবাইল নম্বর এবং ঠিকানা দেওয়ার জন্য সমাজমাধ্যমে অনুরোধ করেছেন রোহণ। তাঁর এই পোস্ট পড়ে চালক বিকাশকে বাহবা দিয়েছেন বহু জন।