গর্ত থেকে উদ্ধার হচ্ছে বাচ্চা হাতি।
বন্যপ্রাণীদের যেমন অনেক ভাবে বিপন্ন করে তোলে মানুষ, তেমন বিপদে পড়লে আবার তাদের উদ্ধারকর্তা হয়ে এগিয়ে আসে মানুষই। এমনই একটি ভিডিয়ো শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে চর্চের আলোয় উদ্ধার করা হচ্ছে একটি বাচ্চা হাতিকে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করেছেন। মাত্র চার সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে একটি গর্ত থেকে টেনে তোলা হচ্ছে ছোট এক হাতির বাচ্চাকে।
ভিডিয়ো পোস্ট করে পরভিন লিখেছেন, ‘জঙ্গলের মধ্যে প্রাকৃতিক একটি গর্তে পড়ে যায় হাতির বাচ্চাটি। হাতিদের চিত্কার শুনে বনকর্মীরা সেখানে পৌঁছন। তাঁরা দেখেন, হাতির গোটা দঙ্গল শাবকটিকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মানুষের সাহায্যের আশার একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় হাতির বাচ্চাটি। সে ফিরে পায় তার পরিবার’।
আরও পড়ুন: রোজ বন্ধুদের ডেকে নিয়ে সাঁতার কাটতে যায় এই হাঁসের দল
ঘটনাটি ঠিক কোন জায়গার, তা উল্লেখ করেননি পরভিন। তবে এটি শনিবার সন্ধ্যার ঘটনা বলে জানিয়েছেন তিনি। ভিডিয়োটি পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়। পরিবেশ এবং পশুপ্রেমী নেটাগরিকরা একের পর এক লাইক ও শেয়ার করেছেন পোস্টটিতে।
আরও পড়ুন: করোনায় সতর্ক করতে সিডনির আকাশেও হাত ধোয়ার বার্তা!
আরও পড়ুন: ‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগেই টুইট করে দিয়েছিলেন এক ইউজার!
দেখুন সেই ভিডিয়ো:
Today a very small elephant calf fell into a natural ditch inside the forest. Staff got alerted by sound. Herd tried best & then stood little far, which they usually do so that human helps. After 5 hours of work & struggle by calf he was finally rescued. Now back with family. pic.twitter.com/F8Y2LS1g4f
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 14, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy