Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Gurmeet Ram Rahim Singh

ডেরার বহু গুরুত্বপূর্ণ চাবি রাম রহিমের ছেলেকে দিলেন বিপাসনা

সূত্রের খবর, কিছু দিন আগে পঞ্চকুলা পুলিশের কাছে বিপাসনা জানিয়েছিলেন খুব শীঘ্রই ডেরার দায়িত্বভার নিতে চলেছেন জসমিত।

বিপাসনা ইনসান

বিপাসনা ইনসান

সংবাদ সংস্থা
চন্ডীগড় শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৩:০০
Share: Save:

জল্পনা বাড়ছিল ডেরার দায়িত্ব কার হাতে যাবে তা নিয়ে। এ বার সেই জল্পনা কিছুটা কমিয়ে সচ্চা সৌদার বেশ কিছু গুরুত্বপূর্ণ চাবি রাম রহিমের ছেলে জসমিতের হাতে তুলে দিলেন ডেরার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন বিপাসনা। ডেরা সূত্রে খবর, গত শনিবার এই চাবিগুলি হস্তান্তরিত করেন তিনি।

সূত্রের খবর, কিছু দিন আগে পঞ্চকুলা পুলিশের কাছে বিপাসনা জানিয়েছিলেন খুব শীঘ্রই ডেরার দায়িত্বভার নিতে চলেছেন জসমিত। চাবি তুলে দেওয়া দায়িত্বভার গ্রহণের প্রাথমিক ধাপ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ডেরায় ছ’শো কঙ্কাল, ‘সিট’কে জানাল ‘বাবা’র অনুচর

হরিয়ানার সিরসায় ৮০০ একর জমির উপর রাম রহিমের বিশাল ডেরা। তাতে রয়েছে শপিং মল, রেস্তোরাঁ, রিসর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা। কিন্তু, ডেরা প্রধানের সাজা ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছিল, এ হেন বিশাল সাম্রাজ্য সামলাবেন কে? উঠে আসছিল নানা নাম। সেই তালিকার সবার আগে ছিলেন রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত। ছিল জসমিত এবং বিপাসনার নামও।

আরও পড়ুন: হানিপ্রীতের ল্যাপটপের হদিশ পেতে বিপাসনাকে জেরা করতে পারে পুলিশ

যদিও, সব জল্পনা উড়িয়ে মাঝে এক সময় ডেরা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন বিপাসনা জানিয়েছিলেন, জেল থেকে ‘বাবা’ রাম রহিমই সব কিছু সামলাবেন। তখন বিপাসনা দাবি করেছিলেন, ‘‘ডেরা কে চালাবেন তা নিয়ে কোনও ঘোষণাই হয়নি। ফলে গুরুজি নিজেই তা চালাবেন। আর ডেরার দৈনন্দিন কাজকর্মের দেখাশোনা করবে ম্যানেজমেন্ট কমিটি।’’

শেষ পর্যন্ত সেই বিপাসনাই জসমিতের হাতেই ডেরার চাবি তুলে দিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE