Advertisement
০৩ নভেম্বর ২০২৪

জলের জন্য আকুতি ছুরিবিদ্ধ যুবকের, ভিডিও তুলতে ব্যস্ত পথচারীরা

নিহত যুবকের নাম আকবর আলি। গত মঙ্গলবার ব্যস্ত রাস্তার মাঝেই তাঁকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তাঁর পাঁজরে বিঁধে যায় দুটো ছুরি। রাস্তায় লুটিয়ে পড়েন আকবর। যন্ত্রণায় ছটফট করতে করতে সাহায্যের জন্য আর্জি জানাতে থাকেন তিনি। পথচারীদের মধ্যে কেউ কেউ এগিয়ে এসে ঘটনার ভিডিও তুলতে শুরু করেন।

রাস্তায় পড়ে জলের জন্য ছটফট করছেন যুবক। ছবি: সংগৃহীত

রাস্তায় পড়ে জলের জন্য ছটফট করছেন যুবক। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ১৬:৩০
Share: Save:

পাঁজরে বিঁধে রয়েছে দুটো ছুরি। রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। রাস্তায় পড়ে ছটফট করছেন যুবক। একটু জলের জন্য কাতর আকুতি জানাচ্ছেন তিনি। কিন্তু মৃত্যপথযাত্রী যুবকের সাহায্যে এগিয়ে আসা তো দূরের কথা, ঘটনার ভিডিও তুলতেই ব্যস্ত থাকলেন পথচলতি মানুষ। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায়। বুধবার হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: কুপ্রস্তাবে ‘না’, দিনদুপুরের ব্যস্ত রাস্তায় কিশোরীর হাত কাটল যুবক!

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম আকবর আলি। গত মঙ্গলবার ব্যস্ত রাস্তার মাঝেই তাঁকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তাঁর পাঁজরে বিঁধে যায় দুটো ছুরি। রাস্তায় লুটিয়ে পড়েন আকবর। যন্ত্রণায় ছটফট করতে করতে সাহায্যের জন্য আর্জি জানাতে থাকেন তিনি। পথচারীদের মধ্যে কেউ কেউ এগিয়ে এসে ঘটনার ভিডিও তুলতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, এই রকম দু’টি ভিডিও এ দিন পুলিশের হাতে এসেছে। তাতে দেখা গিয়েছে, পথচারীদের নিজের বাড়ির ঠিকানাও জানিয়েছিলেন আকবর। তাঁর ভাই নাজারে ইমাম জানিয়েছেন, এক জন সহৃদয় মহিলা তাঁর ভাইকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তিনি তখন তাঁর মেয়েকে স্কুলে পৌঁছতে যাচ্ছিলেন। ইমামের দাবি, ওই মহিলাকেও হামলার মুখে পড়তে হয়েছে। ইমামের কথায়, ‘‘শেষ নিঃশ্বাস অবধি লড়েছিল আমার ভাই। একটা ছুরি সে পাঁজর থেকে বার করতে পারে। কিন্তু অন্যটি আর পারেনি।’’

আরও পড়ুন: চিনে তথ্য পাচার! কেন্দ্রের নজরে ইউসি ব্রাউজার

ডিসিপি (পশ্চিম) বিজয় কুমার জানিয়েছেন, ঘটনায় মহম্মদ শুভান এবং মহম্মদ আফজল নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের দাবি, আকবর এক জন স্থানীয় দুষ্কৃতী। সে তাদের থেকে তোলা চেয়েছিল। কিন্তু তারা তা দিতে না চাওয়া বচসা বাধে। পরে ধস্তাধস্তি শুরু হয়। আত্মরক্ষার জন্যই আকবরের কাছে থাকা ছুরি নিয়েই তারা তাকে পাল্টা আঘাত করে। পুলিশ জানিয়েছে, আকবরের বিরুদ্ধে এই রকম কোনও অভিযোগ রয়েছে কী না তা এখনও জানা যায়নি। অভিযুক্তদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। আকবরের ভাই ইমামের দাবি, কয়েক বছর আগে অভিযুক্তদের এক জনের স্ত্রীর সঙ্গে তাঁর ভাইয়ের সম্পর্ক ছিল। সেই ঘটনাকে ঘিরেই তাঁর ভাইয়ের উপর হামলা হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE