হামিদ আনসারির পর উপরাষ্ট্রপতির আসনে কে বসতে চলেছেন জানা যাবে কালই। মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী জানিয়েছেন, ভোট গ্রহণ এবং গণনা, পুরো প্রক্রিয়াটিই আগামিকাল ৫ অগস্ট সম্পন্ন হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। সন্ধে ৭টার পর হবে ফল ঘোষণা। বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ অগস্ট।
আরও পড়ুন: কংগ্রেসের চিন্তা রেখে রইল নোটা
উপরাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতি ভোটের মতো বিশাল নয়। শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সদস্যরাই ভোট দিতে পারেন। আগামিকাল গোপন ব্যালটে ভোট দেবেন মোট ৭৯০ জন সাংসদ। উপরাষ্ট্রপতি পদে বিরোধী শিবির থেকে মোহনদাস কর্মচন্দ গাঁধীর পৌত্র গোপালকৃষ্ণ গাঁধীকে টক্কর দিতে চলেছেন শাসক দলের মনোনীত বেঙ্কাইয়া নাইডু।
আরও পড়ুন: সপ্তাহে তিন দিন সিবিআই আদালতে হাজিরা, নাস্তানাবুদ লালু
সংসদের দু’টি সভা মিলিয়ে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। লোকসভা ও রাজ্যসভায় বিজেপি তথা এনডিএ-র শক্তি যথাক্রমে ৩৩৮ ও ৭৫ জন সাংসদের। সব মিলিয়ে সংখ্যাটা ৪১৩। যা দুই সভার মোট আসন ৭৭৬-এর অর্ধেক ৩৮৮-এর চেয়ে বেশি। ফলে নিজেদের প্রার্থীকে জেতাতে সমস্যা হবে না বলেই মনে করছেন বিজেপি নেতারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy