তপোবন বিদ্যুৎপ্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করছেন আইটিবিপি জওয়ানরা। ছবি সৌজন্য টুইটার।
যেন নতুন জীবন পেলেন! উত্তরাখণ্ডের চামোলিতে তপোবনের কাছে টানেল থেকে উদ্ধার হওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিদ্যুৎপ্রকল্পের এক কর্মী।
রবিবার সকালে নন্দাদেবী হিমবাহের একটা অংশ আচকাই ভেঙে গিয়ে পাহাড় বেয়ে নেমে আসে। যার জেরে উত্তরাখণ্ডের জোশীমঠে আচমকাই হড়পা বানের সৃষ্টি হয়। ধৌলিগঙ্গা এবং অলকানন্দা নদীর জলের মাত্রা বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু জলের তোড়ে ভেসে যায়। এই ঘটনায় ১৫০ জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে প্রশাসন।
হড়পা বান যখন নেমে এসেছিল তখন চামোলি জেলার তপোবনের কাছে একটি বিদ্যুৎপ্রকল্পের কাজ করছিলেন ১৬ জন শ্রমিক। তাঁরা সুড়ঙ্গের মধ্যে কাজ করছিলেন। হড়পা বানে সেই সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। ফলে কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে ঘোরতর আশঙ্কা তৈরি হয়। ওই কর্মীদের খোঁজে তল্লাশি শুরু করেন আইটিবিপি-র জওয়ানরা।
Look at the difficult rescue operation. Looking for survivors in tunnels.
— kamaljit sandhu (@kamaljitsandhu) February 7, 2021
Video courtesy@ ITBP #Uttarakhand_Disaster pic.twitter.com/5asTCfexXR
কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তাঁরা একে একে সব কর্মীকেই জীবিত উদ্ধার করেন। তাঁদের মধ্যেই এক কর্মী নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এসে উচ্ছ্বাসে নিজের দু’হাত প্রসারিত করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়োই এখন নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy