মায়াবতীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক।
ফের রাজনীতিতে কুকথা। এবার বক্তা উত্তরপ্রদেশের বিজেপির মহিলা বিধায়ক সাধনা সিংহ। নিশানায় মায়াবতী। বহুজন সমাজ পার্টি (বিএসপি)সুপ্রিমোর নাম করে এমনই মন্তব্য করলেনতিনি, যাকে কুরুচিকর বললেও কার্যত কম বলা হয়।মায়াবতী ‘মহিলা না পুরুষ বোঝা মুশকিল, নারী জাতির কলঙ্ক, ক্ষমতার জন্য সম্মান-সম্ভ্রম সব বিকিয়েছেন’— এমনই নানা মন্তব্য করেছেন সাধনা। বিএসপি-এসপি উভয়পক্ষেরই জবাব, জোটে ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে বিজেপি। সরব হয়েছে কংগ্রেসও। একজন মহিলা হয়ে অন্য মহিলাকে আক্রমণে যে কদর্য ভাষা ব্যবহার করেছেন সাধনা, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে।
শনিবার উত্তরপ্রদেশে একটি জনসভায় যোগ দেন বিজেপির মুঘলসরাইয়ের বিধায়ক সাধনা সিংহ। সেই জনসভাতেই তিনি বলেন, ‘‘উনি (মায়াবতী) নারী নাকি পুরুষ বোঝা যায় না। কোনও আত্মসম্মান নেই। ওঁর কার্যত শ্লীলতাহানি করা হয়েছিল। ইতিহাসে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। দ্রৌপদী প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আর এই মহিলা (মায়াবতী) সব কিছু খুইয়েছেন। কিন্তু এখনও ক্ষমতার জন্য আত্মমর্যাদা বিক্রি করে চলেছেন।”
সাধনা সিংহ যখন এই কটূ মন্তব্যের ঝড় তুলেছেন, সামনের জনতা এবং মঞ্চে থাকা নেতা-নেত্রীরা করতালিতে ফেটে পড়ছেন। তাতে উৎসাহিত হয়ে কুকথার স্রোত আরও বাড়াতে থাকেন সাধনা। বলেন, ‘‘উনি নারী জাতির কলঙ্ক। যিনি ক্ষমতার জন্য নিজের সমস্ত অপমান হজম করে নিয়েছেন।” তারপর মুখে আর কার্যত কোনও আগলই রাখেননি। আক্রমণ করেছেন আরও কদর্য ভাষায়।
#WATCH:BJP MLA Sadhna Singh says about BSP chief Mayawati, "jis din mahila ka blouse, petticoat, saari phat jaaye, wo mahila na satta ke liye aage aati hai. Usko pure desh ki mahila kalankit maanti hai.Wo to kinnar se bhi jyada badtar hai, kyunki wo to na nar hai, na mahila hai." pic.twitter.com/w3Cdizd8eR
— ANI UP (@ANINewsUP) January 19, 2019
আরও পডু়ন: ভারত-বন্ধনে তৃপ্ত মমতা, বোঝালেন নিজের জনপ্রিয়তাও
কিছু দিন আগেই উত্তরপ্রদেশে একটি জনসভায় ১৯৯৫ সালে গেস্ট হাউস কাণ্ডের কথা উল্লেখ করে মায়াবতীকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমাজবাদী পার্টির হাতে তিনি ‘লাঞ্ছিত’ হয়েছিলেন, সেই দলের সঙ্গেই জোট করা নিয়ে তীব্র আক্রমণ করেন মোদী।সাধনা সিংহও সেই গেস্ট হাউস কাণ্ডেরই উল্লেখ করতে চেয়েছেন। আর সেটা করতে গিয়েই মুখের লাগাম হারিয়েছেন সাধনা, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
সাধনার এই আক্রমণের তীক্ষ্ণ জবাব দিয়েছে বিএসপি। দলের নেতা সতীশ মিশ্র বলেন, ‘‘বিএসপি-এসপি জোট ঘোষণার পর থেকেই বিজেপি নেতা-নেত্রীরা মানসিক ভারসাম্য হারিয়েছেন। সেই কারণেই এই ধরনের মন্তব্য।” কয়েক দিন আগেই বিএসপি-এসপি জোট ঘোষণার পর অখিলেশ বলেছিলেন, মায়াবতীর অপমান মানে তাঁরও অপমান। সাধনা সিংহের মন্তব্যের পর এসপি সুপ্রিমো বলেন, “এটা সারা দেশের মহিলাদের অপমান। বিজেপি যে মানসিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, এটা তারই বহিপ্রকাশ।”
আরও পড়ুন: দেশে সরকার বদল করতেই হবে, ব্রিগেডে সুর মিত্রশক্তির
লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আলাদা লড়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু বিজেপিকে হারাতে তলায় তলায় বিএসপি-এসপি-র সঙ্গে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপি বিধায়কের এই মন্তব্যে সরব কংগ্রেসও। দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটারে লিখেছেন, ‘‘কারও সঙ্গে মতের মিল না-ই থাকতে পারে। কিন্তু ওই মহিলা (সাধনা সিংহ) উত্তরপ্রদেশের শাসক দলের প্রতিনিধি। একজন মহিলার মুখে অন্য মহিলার প্রতি এই ধরনের কুরুচিকর মন্তব্য এবং তাতে অন্যদের উৎফুল্ল হওয়ার মতো ঘটনা বিরক্তিকর।’’ রাজনীতির বাইরে আম জনতার পক্ষ থেকেও এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের সমালোচনার মুখে পড়েছেন সাধনা সিংহ।
তবে বিরোধীরা তুমুল সমালোচনা করলেও এই বিষয়ে বিজেপির তরফে একটি শব্দও উচ্চারণ করা হয়নি।
ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy