ছবি: সংগৃহীত
নরেন্দ্র মোদীর উদ্যোগে শশিকলাকে বাইরে রেখে এডিএমকে-র বিবদমান দুই গোষ্ঠী মিলে গেল আজ। কয়েক ঘণ্টার মধ্যেই চেন্নাইয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ও পনীরসেলভম। আর প্রায় সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজ্যের উন্নয়নে সাহায্যের বার্তা দিয়ে টুইট করলেন মোদী।
বাধা ছিল, শশিকলাকে এই প্রক্রিয়ার বাইরে রাখা ও পনীরকে উপমুখ্যমন্ত্রী হতে রাজি করানো। সেখানেই বড় ভূমিকা নিয়েছেন মোদী। দুই শিবির এক না হলে কাউকেই এনডিএতে নেওয়া হবে না, এই অবস্থান নিয়ে চাপ বাড়িয়েছিলেন তিনি। ফলে মিলনের পরে এডিএমকের এনডিএতে আসা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অমিত শাহ আগামিকালের চেন্নাই সফর বাতিল করায় জল্পনা, মন্ত্রিসভার সম্প্রসারণ কি এ সপ্তাহেই? নীতীশ কুমারের দলের দুই নেতাকে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে। মোদীর টুইটে জল্পনা, এডিএমকে-ও মন্ত্রিসভায় আসতে পারে।
এডিএমকে দফতরে পনীরকে পাশে নিয়ে যৌথ নেতৃত্বের কথা জানান পলানী। দলের ১১ সদস্যের পরিচালন কমিটির সমন্বয়ের দায়িত্বে থাকছেন পনীর। তাঁর দাবি মেনেই শশিকলাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। ঘটনাচক্রে এ দিনই সামনে এসেছে একটি ভিডিও। দেখা যাচ্ছে, সাধারণ পোশাকে জেলে ঢুকছেন শশিকলা। যার অর্থ, বন্দি শশী বাইরে বেরিয়ে ছিলেন। ভিডিও সামনে আসায় তাঁকে বহিষ্কার সহজ হয়ে গেল। তবে শেষ পর্বেও জল ঢালার চেষ্টা চালিয়েছেন শশীর ভাইপো টিটিভি দিনকরণ। ১৮ জন বিধায়ককে নিজের বাড়িতে নিয়ে যান তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy