Advertisement
০৫ নভেম্বর ২০২৪
TRS

ভোটগ্রহণের পর স্ট্রংরুমে পোজ দিয়ে ছবি! হাজতবাস পোলিং এজেন্টের

কারও অনুমতি ছাড়া এন বেঙ্কটেশ ওই ঘরে ঢুকে পড়েন বলে অভিযোগ।

এই ছবি তুলেই জেলে যেতে হয় এন বেঙ্কটেশকে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

এই ছবি তুলেই জেলে যেতে হয় এন বেঙ্কটেশকে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১৩:৪৫
Share: Save:

ভোটগ্রহণের পর স্ট্রংরুমে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে ছবি। তার জেরে জেলে যেতে হল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) এক পোলিং এজেন্টের।

গত ১১ এপ্রিল তেলঙ্গানার মলকাজগিরি লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল। ভোটগ্রহণ হয় বোগারম হোলি মেরি কলেজে। সেখানে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির পোলিং এজেন্ট ছিলেন এন বেঙ্কটেশ। ভোটগ্রহণ শেষ হলে ইভিএম এবং ভিভিপ্যাট কলেজেরই একটি ঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যাকে বলা হয় স্ট্রংরুম।

কারও অনুমতি ছাড়া এন বেঙ্কটেশ ওই ঘরে ঢুকে পড়েন বলে অভিযোগ। সারি সারি ইভিএম এবং ভিভিপ্যাটের মধ্যে দাঁড়িয়ে ছবি তোলেন। রেকর্ড করেন ভিডিয়োও।পরে যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বনেটে ঝুলন্ত টোলকর্মী, সেই অবস্থায়৬ কিলোমিটার ছুটল গাড়ি​

আরও পড়ুন: ভিন্ন জাতে ভালবাসার শাস্তি! প্রেমিককে কাঁধে চাপিয়ে ঘোরানো হল প্রেমিকাকে, উল্লাস গ্রামবাসীদের​

বিষয়টি নজরে পড়তেই সক্রিয় হয় কিসারা পুলিশ। ভোটগ্রহণের পর বুথের মধ্যে ক্যামেরা নিয়ে ঢোকার অধিকার শুধুমাত্র নির্বাচনী আধিকারিক ও পুলিশেরই রয়েছে। সেই নিয়ম লঙ্ঘন করায় শনিবার এন বেঙ্কটেশকে গ্রেফতার করা হয়। অপরাধমূলক অনধিকার প্রবেশ, অবাধ্যতার মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE