Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জঙ্গিরা পালাচ্ছে ভুটানে, সতর্কবার্তা ভারতের

উত্তর-পূর্ব ভারত থেকে পালিয়ে ভুটানের জঙ্গলে আশ্রয় নিচ্ছে জঙ্গিরা। বৃহস্পতিবার ভুটানকে এমনই সতর্কবার্তা পাঠাল নয়াদিল্লি। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক দিন মায়ানমারে গা-ঢাকা দিয়ে থাকার পর ফের সক্রিয় হয়েছে এনডিএফবি জঙ্গি সংবিজিত।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদাদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৩:৩৬
Share: Save:

উত্তর-পূর্ব ভারত থেকে পালিয়ে ভুটানের জঙ্গলে আশ্রয় নিচ্ছে জঙ্গিরা। বৃহস্পতিবার ভুটানকে এমনই সতর্কবার্তা পাঠাল নয়াদিল্লি। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক দিন মায়ানমারে গা-ঢাকা দিয়ে থাকার পর ফের সক্রিয় হয়েছে এনডিএফবি জঙ্গি সংবিজিত। উত্তর-পূর্বে দলের নেতাদের সঙ্গেও সে যোগাযোগ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে সতর্ক ছিল এসএসবি। অসমের চিরাং-এ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সংবিজিত গোষ্ঠীর জঙ্গি বীরবল ইসলারি ওরফে আই বানসোর মৃত্যু হয়। বাকিরা পালায় ভুটানে। মনমোহন সরকারের আমলে জঙ্গি-দমনে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল ভুটান। উত্তর-পূর্বের জঙ্গি নিধনে ভুটানে ঢুকে ‘অপারেশন অল ক্লিয়ার’ অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সময় প্রায় ৬৫০ জন জঙ্গিকে নিকেশ করেছিল ভারত।

অন্য বিষয়গুলি:

India Bhutan Warning Militants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE