চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক।—প্রতীকী চিত্র।
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বছর কুড়ির এক তরুণ। আত্মহত্যার আগে নিজের ফোনে একটি ভিডিয়ো রেকর্ড করেন তিনি। সেই ভিডিয়ো খতিয়ে দেখে বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে ওই যুবকের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়। পরে জানা যায়, তাঁর নাম রোহিত পরদেশি। কী কারণে তিনি এমন পদক্ষেপ করলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আপাতত দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কল্যাণ রেলওয়ে থানার ইন্সপেক্টর দীনকর পিঙ্গল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পিঙ্গল বলেন, ‘‘লাইনের এক পাশে ওই যুবকের মাথা, আর অন্য পাশে বাকি অংশ পড়েছিল। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তা ঘাঁটতে গিয়ে একটি ভিডিয়ো চোখে পড়ে। তিনি যে আত্মহত্যা করবেন, সে কথা ওই ভিডিয়োয় বলেন। ছোটভাই ছাড়া পরিবারে তাঁর আর কেউ নেই বলেও উল্লেখ করেন তিনি। বিষয়আশয় যা রয়েছে তা ছোট ভাইযের হাতে যাতে পৌঁছয়, সেই ইচ্ছার কথাও ভিডিয়োয় জানিয়েছেন।’’
আরও পড়ুন: এত হইচইয়ের ব্যাপারই নয়, মুখ খুললেন সার্জিক্যাল স্ট্রাইকের ‘বস’
আরও পড়ুন: কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরানো হল বুলন্দশহরের এসপি-কে, আটক সেই জওয়ান
ওই ভিডিয়োটি বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইটে ভিডিয়োটি ছড়িয়ে পড়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy