ব্রহ্মপুত্রের উজানে বাঁধ তৈরি না করার জন্য চিনকে চাপ দিতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ তিনি এক বিবৃতিতে জানান, চিন ব্রহ্মপুত্রের উপরে একাধিক বড় বাঁধ তৈরি করছে বলে জানা গিয়েছে। এরকম হলে হলে ব্রহ্মপুত্রের নীচের অংশে নেতিবাচক প্রভাব পড়বে। চিন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন এ নিয়ে রাজ্য তথা ভারতের আশঙ্কার কথা চিন সরকারের কাছে বলেন।
চিন যে ইয়াললুং সাংপোর (চিন ও চিন অধিকৃত তিব্বতে ব্রহ্মপুত্রের নাম) উপরে বড় বাঁধ তৈরি করছে, তা নিয়ে ২০১০ সালে প্রথম সরব হয় জন জাগৃতি সঙ্ঘ। সংগঠনের সভাপতি অশোক আনন্দ সিঙ্ঘল দাবি করেন, চিন ব্রহ্মপুত্রের গতিপথে বাঁধ দিয়ে দেশের উত্তরে জল পাঠাবার ব্যবস্থা করছে। গত তিন বছর ধরে অরুণাচলে ব্রহ্মপুত্রের উজানি অংশ,
সিয়াং তিন দফায় জলশূন্য হয়ে পড়ে। রাজ্যের প্রাক্তন বিদ্যুত্ মন্ত্রী প্রদ্যোত বরদলৈও দাবি করেন, চিন ইয়াললুং সাংপোর উপরে একাধিক বড় বাঁধ তৈরি করছে। তারা জলধারার গতি বদলে দিতে পারে বলেও আশঙ্কা করেন বরদলৈ। তাই রাজ্যে সুবনসিরি নদীর উপরে বড় বাঁধ গড়ার পক্ষে সওয়াল করেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy