বিহারে নীলগাই হত্যা বন্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট। হিমাচল প্রদেশে ‘ক্ষতিকর’ বানর ও উত্তরাখণ্ডে বুনো শুয়োর মারা নিয়েও অটল রইল সুপ্রিম কোর্ট। তবে জনবসতিতে ঢুকলেই এদের মারা যাবে বলে সোমবার জানিয়েছে আদালত। ফসল নষ্ট ও মানুষের জন্য বিপজ্জনক হওয়ায় ওই তিনটি রাজ্যে পরিবেশ মন্ত্রক পশুহত্যায় সায় দেয়। এর বিরুদ্ধেই কোর্টে যান পশুপ্রেমীরা। ১৫ জুলাইয়ের পর তাঁদের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy