Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

বিচারপতি নিয়োগে আবার বৈঠক আজ

বিচারপতি কে এম জোসেফের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামিকাল ফের বৈঠকে বসছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি জোসেফকে সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য তাঁর নাম কেন্দ্রের কাছে ফের সুপারিশ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই ওই বৈঠক।

কে এম জোসেফ

কে এম জোসেফ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৩:২৮
Share: Save:

বিচারপতি কে এম জোসেফের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামিকাল ফের বৈঠকে বসছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি জোসেফকে সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য তাঁর নাম কেন্দ্রের কাছে ফের সুপারিশ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই ওই বৈঠক।

প্রধান বিচারপতি দীপক মিশ্র ছাড়াও সর্বোচ্চ আদালতের কলেজিয়ামে রয়েছেন বিচারপতি জাস্তি চেলমেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি কুরিয়ান জোসেফ এবং বিচারপতি মদন লোকুর। এঁদের মধ্যে বিচারপতি গগৈ, বিচারপতি কুরিয়ান জোসেফ এবং বিচারপতি লোকুর গত কাল বিকেলে প্রধান বিচারপতির চেম্বারে একটি ঘরোয়া বৈঠক করেন। সূত্রের খবর, বিচারপতি কে এম জোসেফের নাম ফেরত পাঠানো নিয়েই কথা হয় বৈঠকে। বিচারপতি চেলমেশ্বর ছুটিতে থাকায় সেখানে ছিলেন না। তবে রাতেই প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখে অবিলম্বে কলেজিয়ামের বৈঠক ডাকার উপরে জোর দেন তিনি।

কলেজিয়ামের সদস্য অন্য তিন বিচারপতিকেও একই চিঠি পাঠিয়েছেন বিচারপতি চেলমেশ্বর। প্রসঙ্গত, গত জানুয়ারিতে এই চার জনই বিদ্রোহ করেছিলেন প্রধান বিচারপতির বিরুদ্ধে। এখন আগামিকালের বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তা-ই দেখার। সূত্রের খবর, বিচারপতি চেলমেশ্বরের মতো অন্য তিন বিচারপতিও প্রধান বিচারপতিকে জানিয়ে দিয়েছেন যে, তাঁরা বিচারপতি কে এম জোসেফের নাম ফের সুপারিশের পক্ষে। কলেজিয়াম একই নাম ফের সুপারিশ করলে কেন্দ্র তা মানতে বাধ্য।

২৬ এপ্রিল বিচারপতি কে এম জোসেফের নাম কলেজিয়ামের কাছে ফেরত পাঠানোর সময়ে নরেন্দ্র মোদী সরকার বলেছিল, জোসেফের চেয়েও বর্ষীয়ান অনেক বিচারপতি এখনও সুপ্রিম কোর্টের সদস্য হননি এবং সর্বোচ্চ আদালতে কেরল থেকে দু’জন বিচারপতি থাকলে ভারসাম্যে গন্ডগোল হবে। সুপ্রিম কোর্টে তফসিলি জাতি ও জনজাতির প্রতিনিধিত্বেরও যুক্তি দেওয়া হয়েছিল। প্রতিটিরই উত্তর দিয়েছেন বিচারপতি চেলমেশ্বর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE