ছবি- পিটিআই
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় মহিলারাও বসতে পারবেন। বুধবার একটি জনস্বার্থ মামলায় অন্তবর্তী রায় দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। পরীক্ষায় মহিলাদের বসতে না দেওয়ার অভিযোগের ভিত্তিতে ভারতীয় সেনাকে কড়া ভাষায় সমালোচনা করল সর্বোচ্চ ন্যায়ালয়। বিষয়টিকে ‘লিঙ্গবৈষম্য’ বলেও ব্যাখ্যা করেছে ওই বেঞ্চ।
আগামী ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষায় মহিলাদের বসতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিলেন দিল্লির আইনজীবী কুশ কালরা। তিনি জানিয়েছিলেন, শুধু মাত্র লিঙ্গের কারণে মহিলাদের পরীক্ষায় বসতে না-দেওয়ার সিদ্ধান্তে আদতে লঙ্ঘিত হয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৫, ১৬ এবং ১৯।
বুধবারের শুনানিতে আদালতে কেন্দ্রের বক্তব্য, ‘‘ভারতীয় সেনায় মহিলাদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় কোনও রকম মৌলিক অধিকার লঙ্ঘিত হয় না।’’
চলতি শিক্ষাবর্ষ থেকে দেহরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর দাবিতে কিছু দিন আগে আরও একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কালরার আবেদনের পাশাপাশি এই বিষয়টিও খতিয়ে দেখছে আদালত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy