দাউ দাউ করে জ্বলছে গোটা পার্ক। ছবি: ভিডিয়ো গ্র্যাব।
আফগানিস্তানে এ বার শিশুদের একটি পার্ক পুড়িয়ে দেওয়ার অভিযোগ তালিবানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, পার্কে কিছু মূর্তি বসানো ছিল। ইসলাম মূর্তিপুজো নিষিদ্ধ। এই যুক্তি দিয়েই গোটা পার্কে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বিরাট এলাকা জুড়ে রাক্ষুসে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। আর তাতে দাউদাউ করে জ্বলছে গোটা পার্ক, এমন একটি ভিডিয়ো নেটমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইন ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি। তবে আফগানিস্তানের মানবাধিকার কর্মী ইহতেশাম আফগান জানিয়েছেন, উত্তরের জৌজান প্রদেশের শেবেরগানের বেগা এলাকায় ওই পার্কটি অবস্থিত। তালিবানের হাতে সেটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
The Bokhdi Amusement Park was set on fire by Taliban insurgents in Begha, Sheberghan. The reason is that the statues/idols standing there are in Public access Idols are illegal in Islam, This is the logic of the Taliban's brutal emirate. The homeland is occupied.#Afghanistan pic.twitter.com/MBuYsQQbxk
— Ihtesham Afghan (@IhteshamAfghan) August 17, 2021
মঙ্গলবার রাতে ওই পার্কে তালিবান আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। অথচ দু’দিন আগেই একেবারে উল্টো ছবি উঠে এসেছিল কাবুল থেকে। বিনাযুদ্ধে মসনদ দখল উদযাপন করতে সেখানে শিশুদের একটি পার্কে হাজির হয়েছিলেন তালিব যোদ্ধারা। কাঁধে মেশিনগান, বন্দুক ঝুলিয়েই নাগরদোলা, স্ট্রাইক কারে বসে আনন্দ করতে দেকা যায় তাঁদের। তার পরেই পার্কে আগুন লাগিয়ে দেওয়ার এই ঘটনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy