ফাইল চিত্র।
ওভারসাইট কমিটির বদলে এ বার ‘মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া’ (এমসিআই)-র কাজকর্মের উপরে নজরদারি করবে দেশের পাঁচ খ্যাতনামা চিকিৎসককে নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্যানেল। মঙ্গলবার এ ব্যাপারে কেন্দ্রকে সবুজ সঙ্কেত দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে এই পাঁচ চিকিৎসকের নাম সুপারিশ করেছিল কেন্দ্র। প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে গঠিত শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সংবিধান সংক্রান্ত বেঞ্চ এ দিন জানিয়েছে, ওভারসাইট কমিটির মেয়াদ সদ্য শেষ হয়েছে। সেই জায়গায় পাঁচ চিকিৎসকের নাম সুপারিশ করেছিল কেন্দ্র। তাঁরা প্রত্যেকেই স্বনামধন্য। তাই আদালতের আপত্তি নেই। যদি এঁদের মধ্যে কেউ দায়িত্ব নিতে রাজি না হন তবে সেই জায়গায় অন্য কারও নাম ঠিক করার ক্ষমতাও আদালত কেন্দ্রের হাতে দিয়েছে।
এমসিআই-এর কাজকর্মে নজর রাখার জন্য গত বছর শীর্ষ আদালতের নির্দেশেই ওভারসাইট কমিটি তৈরি হয়। তাদের সময়সীমা ছিল এক বছরের। তা শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি তৈরি করা বা পুরনো কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিল দেশের বেশ কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজ। তাদের পক্ষে সওয়াল করেছিলেন কপিল সিব্বল, মুকুল রোহতগির মতো আইনজীবী। ওই কলেজগুলির আবেদনের ভিত্তিতে গতকাল সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ওভারসাইট কমিটির বিকল্প হিসাবে একটি প্যানেল তৈরি করার নির্দেশ দেয়। প্রশ্ন হল, বেসরকারি মেডিক্যাল কলেজগুলি কেন জোট বেঁধে এমসিআইয়ের উপর নজরদারি করার মতো কমিটি বা প্যানেল চাইছে? কেন্দ্রীয় সূত্রের খবর, এই মেডিক্যাল কলেজগুলির অধিকাংশই চলতি বছরে এমবিবিএস-এ ছাত্র ভর্তির অনুমতি পায়নি। ফলে তারা এমসিআইয়ের উপরে ক্ষুব্ধ। তাই এমসিআইয়ের ক্ষমতা খর্ব হবে এমন নজরদারি প্যানেল চাইছিল তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy